লাশ উদ্ধার করতে গিয়ে নিজেই লাশ!
নদী দিয়ে ভেসে যাওয়া লাশ উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী নিজেই পানিতে ডুবে মারা গেলেন। গতকাল শুক্রবার নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকায় মগড়া নদীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে মগড়া নদী দিয়ে অজ্ঞাত পরিচয় এক আদিবাসী পুরুষের (৩৭) লাশ উজান থেকে ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন
নেত্রকোনা মডেল থানায় খবর দেয়। মডেল থানার পুলিশ ছোটবাজার এলাকার নাগড়া সেতুর কাছ থেকে লাশটি উদ্ধারের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ডোম দিলিপের সহকারী এরশাদ হোসেনকে (৪৫) নদীতে নামায়। সাঁতরে লাশটি উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই পানিতে তলিয়ে যান।
এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরশাদ হোসেনের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের বিচিপাড়া গ্রামে। তিনি বলেন, পুলিশ ভাসমান লাশটি উদ্ধার করেছে। লাশটি কোথা থেকে ভেসে এসেছে তা এখনো বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরশাদ হোসেনের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের বিচিপাড়া গ্রামে। তিনি বলেন, পুলিশ ভাসমান লাশটি উদ্ধার করেছে। লাশটি কোথা থেকে ভেসে এসেছে তা এখনো বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
No comments