সত্যিকারের সবজান্তা- ব্যাংক

 যুক্তরাষ্ট্রে ব্যাংক চালু করার চিন্তা প্রথম আসে অর্থবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আলেক্সান্ডার হ্যামিল্টনের মাথায়। প্রাথমিকভাবে ব্যাংকটির খরচ মেটানোর জন্য তিনি বাজারে ১০ মিলিয়ন ডলার সমপরিমাণ শেয়ার ছাড়ার পরামর্শ দেন।


 ব্রুকলিনের ফ্লাটবুশ ন্যাশনাল ব্যাংকই প্রথম ব্যাংক, যেটি ক্রেডিট কার্ডের প্রচলন করে। এই প্রচলন শুরু হয় ১৯৪৬ সালে।
 যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতিটি সংঘটিত হয় ১৯৯৭ সালে। ডাকাতেরা প্রায় ১৮.৯ মিলিয়ন ডলার লুটে নেয়। পরবর্তী সময়ে লুটেরাদের সবাই পর্যায়ক্রমে পুলিশের হাতে ধরা পড়ে।
 আপনার কাছে যদি ১০ বিলিয়ন ডলার সমপরিমাণ এক ডলারের নোট থাকে এবং আপনি যদি প্রতি সেকেন্ডে এক ডলার খরচ করেন, আপনার ফতুর হতে সময় লাগবে ৩১৭ বছর!
 পৃথিবীর প্রথম কয়েনটি তৈরি হয় ১৭৮২ সালে।
 একটি এক ডলার নোটের গড় আয়ু ২১ মাস!
 একটি রাশিয়ান জরিপ অনুযায়ী, বাংলাদেশের ২ টাকা পৃথিবীর সবচেয়ে সুন্দর নোট।
সূত্র: উইকিপিডিয়া

No comments

Powered by Blogger.