সত্যিকারের সবজান্তা- ব্যাংক
যুক্তরাষ্ট্রে ব্যাংক চালু করার চিন্তা প্রথম আসে অর্থবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আলেক্সান্ডার হ্যামিল্টনের মাথায়। প্রাথমিকভাবে ব্যাংকটির খরচ মেটানোর জন্য তিনি বাজারে ১০ মিলিয়ন ডলার সমপরিমাণ শেয়ার ছাড়ার পরামর্শ দেন।
ব্রুকলিনের ফ্লাটবুশ ন্যাশনাল ব্যাংকই প্রথম ব্যাংক, যেটি ক্রেডিট কার্ডের প্রচলন করে। এই প্রচলন শুরু হয় ১৯৪৬ সালে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতিটি সংঘটিত হয় ১৯৯৭ সালে। ডাকাতেরা প্রায় ১৮.৯ মিলিয়ন ডলার লুটে নেয়। পরবর্তী সময়ে লুটেরাদের সবাই পর্যায়ক্রমে পুলিশের হাতে ধরা পড়ে।
আপনার কাছে যদি ১০ বিলিয়ন ডলার সমপরিমাণ এক ডলারের নোট থাকে এবং আপনি যদি প্রতি সেকেন্ডে এক ডলার খরচ করেন, আপনার ফতুর হতে সময় লাগবে ৩১৭ বছর!
পৃথিবীর প্রথম কয়েনটি তৈরি হয় ১৭৮২ সালে।
একটি এক ডলার নোটের গড় আয়ু ২১ মাস!
একটি রাশিয়ান জরিপ অনুযায়ী, বাংলাদেশের ২ টাকা পৃথিবীর সবচেয়ে সুন্দর নোট।
সূত্র: উইকিপিডিয়া
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতিটি সংঘটিত হয় ১৯৯৭ সালে। ডাকাতেরা প্রায় ১৮.৯ মিলিয়ন ডলার লুটে নেয়। পরবর্তী সময়ে লুটেরাদের সবাই পর্যায়ক্রমে পুলিশের হাতে ধরা পড়ে।
আপনার কাছে যদি ১০ বিলিয়ন ডলার সমপরিমাণ এক ডলারের নোট থাকে এবং আপনি যদি প্রতি সেকেন্ডে এক ডলার খরচ করেন, আপনার ফতুর হতে সময় লাগবে ৩১৭ বছর!
পৃথিবীর প্রথম কয়েনটি তৈরি হয় ১৭৮২ সালে।
একটি এক ডলার নোটের গড় আয়ু ২১ মাস!
একটি রাশিয়ান জরিপ অনুযায়ী, বাংলাদেশের ২ টাকা পৃথিবীর সবচেয়ে সুন্দর নোট।
সূত্র: উইকিপিডিয়া
No comments