বন্দি কুসুম
এক গ্রামে দুই ডাকাত ধরা পড়ে। এরপর গ্রামের লোকজন তাদের মেরে ফেলে। ডাকাতদলের অন্য সদস্যরা কুসুমের বাড়িতে ডাকাতি করতে এসে তাকে তুলে নিয়ে যায়। বাড়ির লোকেরা চারদিকে খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে পায় না কুসুমকে।
ডাকাতরা কুসুমের উপরে চালায় মানসিক ও শারিরীক নির্যাতন। ডাকাত দলে মুন্না নামে একজন সদস্য চায় কুসুমকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু সর্দার কিছুতেই ছাড়বে না কুসুমকে। অবশেষে মুন্না সিদ্ধান্ত নেয় কুসুমকে নিয়ে পালিয়ে যাবে- এভাব ঘটতে থাকে নানা ঘটনা। এরকম একটি রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বন্দি’। নাটকটি পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম।
এতে বন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার। নাটকিটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন বিকাল ৩টায় চ্যানেল আইয়ে।
এ নাটকে কুসুম শিকদার ছাড়াও অভিনয় করেছেন, শতাব্দি ওয়াদুদ, লিনা ফেরদৌসিসহ আরও অনেকে।
এতে বন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার। নাটকিটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন বিকাল ৩টায় চ্যানেল আইয়ে।
এ নাটকে কুসুম শিকদার ছাড়াও অভিনয় করেছেন, শতাব্দি ওয়াদুদ, লিনা ফেরদৌসিসহ আরও অনেকে।
No comments