সোমালিয়ায় জিম্মি ছেলের আকুতি- ‘মা, অস্ত্রের মুখে আছি, টাকা জোগাড় করো, নইলে মেরে ফেলবে

‘২০ মাস ধরে অস্ত্রের মুখে মৃত্যুর শঙ্কায় দিন কাটাচ্ছে আমিনুল। ঠিকমতো খাবারও দিচ্ছে না জলদস্যুরা। প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে। টাকা দিলে ছাড়বে, না হলে মুক্তি নেই। মুক্তিপণ দিয়ে আপনারা আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসুন।’


এই আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন সোমালিয়ায় জলদস্যুদের হাতে বন্দী আমিনুল ইসলামের মা সুরমা আক্তার। আমিনুলসহ সাত বাংলাদেশির মুক্তিপণের তিন লাখ মার্কিন ডলার সংগ্রহে উদ্যোগ নেওয়ার জন্য গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করেন জিম্মিদের পরিবারের সদস্যরা।
জলদস্যুদের হাতে আটক আরেক নাবিক জাকির হোসেনের মা মাজেদা বেগম বলেন, দুই মাস আগে ছেলে ফোন করে জানিয়েছে, ‘মা, অস্ত্রের মুখে আছি। পারলে সরকারকে বলে টাকা জোগাড় করে উদ্ধার করো। নইলে ওরা মেরে ফেলবে।’
ওয়েবসাইটে পাওয়া তথ্যানুযায়ী, ২০১০ সালের ২৬ নভেম্বর ভারত মহাসাগর থেকে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইরানের ২৩ জন নাবিকসহ এমভি আল-বেদো জাহাজ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এর পর থেকেই জলদস্যুরা জাহাজ মালিকের কাছে আট মিলিয়ন মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে। কিন্তু জাহাজের মালিক মালয়েশিয়ার এনরিচ শিপিং কোম্পানির অক্ষমতার কারণে মুক্তিপণের অঙ্ক কমিয়ে ৩ দশমিক ৪ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়।
সংবাদ সম্মেলনে আমিনুল ইসলামের বাবা নুরুল ইসলাম বলেন, ‘মালয়েশিয়ার এনরিচ শিপিংয়ের মালিকানাধীন জাহাজটির মালিক মুক্তিপণ দিয়ে জাহাজটি উদ্ধার করতে অক্ষম বলে বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ান দূতাবাস আমাদের জানিয়েছে। এ জন্য পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ভাগাভাগি করে মুক্তিপণের টাকা দিলে তাঁদের মুক্ত করে আনা সম্ভব বলেও দূতাবাস আমাদের জানিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সাতজন নাবিককে ছাড়িয়ে আনতে তিন লাখ ডলার মুক্তিপণ দিতে হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সমুদ্র পরিবহন অধিদপ্তরকে জানানো হয়েছে।’
নুরুল ইসলাম বলেন, প্রায় ১ দশমিক ২ মিলিয়ন ডলার মুক্তিপণ দিয়ে ১ আগস্ট পাকিস্তানিরা তাদের নাবিকদের ছাড়িয়ে এনেছে। এখন বাংলাদেশি ও শ্রীলঙ্কার নাবিকেরা জিম্মি আছে। বাংলাদেশ সরকার এগিয়ে না এলে সাত বাংলাদেশিকে উদ্ধার করা সম্ভব নয় বলেও জানান আমিনুল। কারণ, তিন লাখ ডলার জোগাড় করার সামর্থ্য তাঁদের নেই। সংবাদ সম্মেলনে জিম্মি দুই নাবিকের পরিবারের সদস্যরা বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, জাকাত তহবিল, নাবিক কল্যাণ তহবিল, ম্যানিং এজেন্ট অ্যাসোসিয়েশন এগিয়ে এলে সাত বাংলাদেশিকে উদ্ধার করা সম্ভব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আমিনুল ও জাকির ছাড়াও জিম্মি বাংলাদেশিরা হলেন: গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, মো. আবুল কাশেম, নুরুল হক ও লিমন সরকার। ২০১০ সালের ৩১ জুলাই এই সাত বাংলাদেশি নাবিক এমভি আল-বেদো জাহাজে যোগদান করে। চট্টগ্রামের ম্যানিং এজেন্ট এভারশিয়ার মেরিন সার্ভিসেস কোম্পানির মাধ্যমে তাঁরা এই জাহাজে যোগদান করেন।

No comments

Powered by Blogger.