শপথ নিলেন আনসারি
ভারতের উপরাষ্ট্রপতি পদে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন হামিদ আনসারি। গতকাল শনিবার রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে শপথবাক্য পড়ান। হামিদ আনসারির (৭৫) শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী,
অন্যান্য মন্ত্রী, ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চাসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।
প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দুজনেই বাঙালি।
গত ৭ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে হামিদ আনসারি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) প্রার্থী যশবন্ত সিংকে পরাজিত করেন। হামিদ আনসারি পেয়েছিলেন ৪৯০ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন ২৩৮ ভোট। ২০০৭ সালে তিনি প্রথমবার উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। এর আগে সর্বপল্লী রাধাকৃষ্ণাণ দুই মেয়াদে উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সূত্র : পিটিআই, হিন্দুস্তান টাইমস।
প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দুজনেই বাঙালি।
গত ৭ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে হামিদ আনসারি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) প্রার্থী যশবন্ত সিংকে পরাজিত করেন। হামিদ আনসারি পেয়েছিলেন ৪৯০ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন ২৩৮ ভোট। ২০০৭ সালে তিনি প্রথমবার উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। এর আগে সর্বপল্লী রাধাকৃষ্ণাণ দুই মেয়াদে উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সূত্র : পিটিআই, হিন্দুস্তান টাইমস।
No comments