বিধবাদের জন্য সুনির্দিষ্ট ভরণপোষণের আইন করা যেতে পারে by শাহনাজ হুদা

চেয়ারম্যান, আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আইনে বিধবাদের জন্য বিভিন্ন অধিকারের কথা বলা হলেও বাস্তবে তাঁরা যে পরিমাণ অধিকার পাওয়ার কথা, সে ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা পান না বা দেওয়া হয় না। একজন বিধবার স্বামী মারা গেলে তাঁকে যে পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হয়, একজন বিপত্নীক ব্যক্তির ক্ষেত্রে সে রকম কষ্ট করতে হয় না।


সুদৃষ্টিভঙ্গি এবং সামাজিক নিরাপত্তার ব্যবস্থা না থাকায় তাঁরা সহজেই তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। যদিও সরকার বিধবাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। যেমন—বিধবা ভাতা। কিন্তু তা পাওয়ার ক্ষেত্রে নানা অনিয়মের কারণে তাঁদের হয়রানির শিকার হতে হচ্ছে। আবার সরকার তাঁদের যতটা দেয়, তা-ও তাদের জন্য যথেষ্ট নয়। আইনে একজন বিপত্নীক যতটা সম্পত্তি পাচ্ছেন, একজন বিধবা কিন্তু তাঁর চেয়ে কম সম্পত্তি পাচ্ছেন। আবার নীতিগতভাবে ছেলের ওপর বিধবা মায়ের ভরণপোষণের দায় বর্তালেও অনেক সময় সন্তানও তাঁদের ঠিকমতো ভরণপোষণ দিতে চান না, সে ক্ষেত্রে তাঁদের অসহনীয় বিড়ম্বনার শিকার হতে হয়। তাই আইনগতভাবে বিধবাদের জন্য সুনির্দিষ্টভাবে ভরণপোষণের বিষয়টি ভেবে দেখা যেতে পারে।

No comments

Powered by Blogger.