আমানত শাহ্ লুঙ্গি অলিম্পিক আপডেট-বিষণ্ন বিদায়ের সুর অলিম্পিকে by মাসুদ পারভেজ

অনেকেই সোনার পদক জিতলেন। সেসব গলায় ঝুলিয়ে তাঁদের উল্লাসের ছবিও দৃশ্যমান হলো। তবে কেউ কেউ আবার অদৃশ্য সোনার পদকও পরে থাকলেন। তাঁর ইভেন্টে শ্রেষ্ঠত্বের জন্য অবশ্যই নয়, বরং অলিম্পিক নামের মহামঞ্চে জীবনের জয়গান গাওয়ার জন্য।


যে জয়গান গাইলেন দক্ষিণ আফ্রিকার অস্কার পিস্টোরিয়াস। ৪৪০০ মিটার রিলে দৌড়ের ফাইনালে তাঁর দেশ সবার শেষে থাকলেও তাই এ অ্যাথলেট পরাজিত নন। বরং ফাইবারের কৃত্রিম দুটো পা নিয়ে সক্ষম অ্যাথলেটদের সঙ্গে লড়াইয়ে নেমে পড়ার সাহসিকতা দেখানো এ 'ব্লেড রানার'ও তাই থাকবেন পদক বিজয়ীদের তালিকায়। অন্য অনেক বিজয়ের পাশাপাশি লন্ডন অলিম্পিক এমন এক বিজয়েরও সাক্ষী হয়ে থাকছে।
সাক্ষী হয়ে থাকছে কত নতুন বীরের উত্থানের! সেই সঙ্গে পুরনো অনেকের পতনেরও। বেইজিং অলিম্পিকে আট সোনা জেতা মাইকেল ফেলপসের মতো কারো কারো শুরুটা হয়েছিল হোঁচট খেয়েই। তবে সেটা সামলে ইতিহাস সেরা অলিম্পিয়ানের মর্যাদা নিয়ে বিদায় নিয়েছেন মার্কিন এ সাঁতারু। আবার যাঁর সম্ভাবনা নিয়ে নানা ফিসফাস শোনা যাচ্ছিল, সেই উসাইন বোল্ট আবার সমালোচকদের উড়িয়ে দিয়ে ইতিহাসে নিজের জায়গা করেছেন আরো পাকাপোক্ত। এমনই কত কত ঘটনার সমারোহ ছিল লন্ডন অলিম্পিকের গত দুটো সপ্তাহজুড়ে! একে একে নাটকীয় ঘটনার সব মোড় ঘুরে এসে লন্ডন অলিম্পিক এখন শেষ লগ্নে। আজ রাতে স্ট্র্যাটফোর্ডের অলিম্পিক স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে যাচ্ছে চার বছরের অপেক্ষাও।
আবার চার বছর অপেক্ষার পর ২০১৬ সালে অলিম্পিকের গন্তব্য ব্রাজিলের রিও ডি জেনিরো। রিও'র মেয়রের হাতে অলিম্পিকের পতাকা তুলে দেওয়ার আগে আজ রাতের অলিম্পিক স্টেডিয়াম আরেকবার ঝলসাবে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ ঐতিহ্য আর সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছিল। আর সমাপনী অনুষ্ঠানে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে ব্রিটিশ মিউজিকের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন। যেজন্য এটাকে 'এ সিম্ফনি অব ব্রিটিশ মিউজিক'ও বলা হচ্ছে। যেখানে তারার মেলাও বসবে। ব্রিটিশ তারকা গায়ক-গায়িকারা সেই সঙ্গে অলিম্পিকের বিদায়ের সানাইও যেন বাজাবেন।
বিয়ের সানাইয়ের প্রসঙ্গটা এসেই গেল, যখন খোদ মিউজিক ডিরেক্টর ডেভিড আর্নল্ড বলে রাখছেন, 'যদি উদ্বোধনীটা বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে, তাহলে সমাপনীটা হবে বিবাহোত্তর সংবর্ধনা।'
তবে একটু অন্য ধরনের সংবর্ধনা। যে সংবর্ধনা মেয়ে বিদায়ের বিষাদও তো ছড়াবে!

No comments

Powered by Blogger.