উসাইন বোল্ট স্প্রিন্টের রাজা
২০০৮ বেইজিং অলিম্পিক আর ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিনশিপে যা করেছেন, ইতিহাস হয়ে থাকার জন্য সেটাই যথেষ্ট। আর লন্ডন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট জিতে নিশ্চিত করে ফেললেন অমরত্ব
১০০ মিটার পেরোতে কত সময় লাগে
১০০ মিটার পেরোতে কত সময় লাগে
জেসন কেনি
ট্র্যাক সাইক্লিস্ট
৪.৮৬ সেকেন্ড
ঘণ্টায় ৪৬ মাইল
ব্র্যাডলি উইগিনস
রোড সাইক্লিস্ট
৬.৯৯ সেকেন্ড
ঘণ্টায় ৩২ মাইলউসাইন বোল্ট
স্প্রিন্টার
৯.৬৩ সেকেন্ড
ঘণ্টায় ২৩ মাইল
হেলেন গ্লোভার ও হিথার স্টানিং
রোয়ার
২২.৫০ সেকেন্ড
ঘণ্টায় ১০ মাইল
ইয়ে শিউয়েন
সাঁতারু
৬৮.০ সেকেন্ড
ঘণ্টায় ৪ মাইল
লন্ডন অলিম্পিকে উসাইন বোল্ট
১০০ মিটার ৯.৬৩ সেকেন্ড
২০০ মিটার ১৯.৩২ সেকেন্ড
বোল্ট অ্যান্ড বিস্ট
৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার পেরোন বোল্ট। বিভিন্ন জন্তু-জানোয়ারের ১০০ মিটারে কত সময় লাগে?
উট
১০.২০ সেকেন্ড
উসাইন বোল্ট
৯.৫৮ সেকেন্ড
উটপাখি
৫.৬৩ সেকেন্ড
শিকারি কুকুর
৫.২২ সেকেন্ড
ঘোড়া
৪.০৯ সেকেন্ড
সেইলফিশ
৩.২৭ সেকেন্ড
তাঁদের চোখে বোল্ট
মরিস গ্রিন
বোল্ট আসলে কতটা দ্রুত দৌড়াতে পারে, তা কেউ বলতে পারে না।
মাইকেল জনসন
তাকে টেক্কা দেওয়ার মতো কোনো অ্যাথলেট নেই।
টাইসন গে
বোল্ট খুব মেধাবী স্প্রিন্টার।
জাস্টিন গ্যাটলিন
ও সবার আগে, আমরা স্রেফ তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারি।
বোল্টের পক্ষে কত দ্রুত দৌড়ানো সম্ভব?
এ প্রশ্নে সাবেক মার্কিন স্প্রিন্টার মরিস গ্রিনের কথাই ঠিক—সে কত দ্রুত দৌড়াতে পারে তা অনুমান করা কঠিন। বেইজিং অলিম্পিকে শেষ ১৫ মিটারে নাচানাচি করতে করতেও ৯.৬৯ সেকেন্ড টাইমিং করেছেন। অনেকেই মনে করেন, এটা না করলে আরও ভালো টাইমিং করা সম্ভব ছিল। সম্ভব যে ছিল, সেটা উসাইন বোল্ট দেখিয়েছেন এক বছর পরই ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ড করে। লন্ডনে যে ৯.৬৩ সেকেন্ড টাইমিং করলেন—এ নিয়েও দর্শকমনে কিছুটা অতৃপ্তি—যদি শুরুটা ভালো হতো তাহলে নতুন বিশ্বরেকর্ডই হয়ে যেত! তা হয়তো হতো কিন্তু টাইমিং কত হতো?
বার্লিন বিশ্বচ্যাম্পিয়নশিপের পর গবেষণায় দেখা গেছে মানুষের পক্ষে ৯.৩৪ সেকেন্ড সময়ে ১০০ মিটার দৌড়ানো সম্ভব। কীভাবে? ১০০ মিটারে বোল্টের চেয়ে দ্রুত কেউ দৌড়াতে পারেনি। কিন্তু ওই ১০০ মিটারকে ১০ ভাগ করে ১০ মিটারে নামিয়ে আনলে একেক ভাগে যাঁরা দ্রুত দৌড়েছেন, তাঁদের টাইমিং যোগ করলে সেটি হয় ৯.৩৪ সেকেন্ড।
০-১০ মিটার
১.৬৭ সেকেন্ড
কিম কলিন্স, ২০০৪
৩০-৪০ মিটার
০.৮৫ সেকেন্ড
উসাইন বোল্ট, ২০০৯
৬০-৭০ মিটার
০.৮১ সেকেন্ড
উসাইন বোল্ট, ২০০৯
১০-২০ মিটার
১.০ সেকেন্ড
ব্রুনি সুরিন, ১৯৯৯
মরিস গ্রিন, ২০০১
উসাইন বোল্ট, ২০০৮
৪০-৫০ মিটার
০.৮৪ সেকেন্ড
কার্ল লুইস, ১৯৯১
ফ্রাঙ্কি ফ্রেডেরিকস, ১৯৯৬
মরিস গ্রিন, ১৯৯৯
৭০-৮০ মিটার
০.৮৩ সেকেন্ড
উসাইন বোল্ট, ২০০৯
২০-৩০ মিটার
০.৮৯ সেকেন্ড
মরিস গ্রিন, ১৯৯৯
৫০-৬০ মিটার
০.৮২ সেকেন্ড
মরিস গ্রিন, ১৯৯৯, ২০০০
৯০-১০০ মিটার
০.৮৩ সেকেন্ড
উসাইন বোল্ট, ২০০৯
ক্যারিয়ার-সেরা টাইমিং
১০০ মিটার ৯.৫৮ সেকেন্ড
২০০ মিটার ১৯.১৯ সেকেন্ড
ট্র্যাক সাইক্লিস্ট
৪.৮৬ সেকেন্ড
ঘণ্টায় ৪৬ মাইল
ব্র্যাডলি উইগিনস
রোড সাইক্লিস্ট
৬.৯৯ সেকেন্ড
ঘণ্টায় ৩২ মাইলউসাইন বোল্ট
স্প্রিন্টার
৯.৬৩ সেকেন্ড
ঘণ্টায় ২৩ মাইল
হেলেন গ্লোভার ও হিথার স্টানিং
রোয়ার
২২.৫০ সেকেন্ড
ঘণ্টায় ১০ মাইল
ইয়ে শিউয়েন
সাঁতারু
৬৮.০ সেকেন্ড
ঘণ্টায় ৪ মাইল
লন্ডন অলিম্পিকে উসাইন বোল্ট
১০০ মিটার ৯.৬৩ সেকেন্ড
২০০ মিটার ১৯.৩২ সেকেন্ড
বোল্ট অ্যান্ড বিস্ট
৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার পেরোন বোল্ট। বিভিন্ন জন্তু-জানোয়ারের ১০০ মিটারে কত সময় লাগে?
উট
১০.২০ সেকেন্ড
উসাইন বোল্ট
৯.৫৮ সেকেন্ড
উটপাখি
৫.৬৩ সেকেন্ড
শিকারি কুকুর
৫.২২ সেকেন্ড
ঘোড়া
৪.০৯ সেকেন্ড
সেইলফিশ
৩.২৭ সেকেন্ড
তাঁদের চোখে বোল্ট
মরিস গ্রিন
বোল্ট আসলে কতটা দ্রুত দৌড়াতে পারে, তা কেউ বলতে পারে না।
মাইকেল জনসন
তাকে টেক্কা দেওয়ার মতো কোনো অ্যাথলেট নেই।
টাইসন গে
বোল্ট খুব মেধাবী স্প্রিন্টার।
জাস্টিন গ্যাটলিন
ও সবার আগে, আমরা স্রেফ তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারি।
বোল্টের পক্ষে কত দ্রুত দৌড়ানো সম্ভব?
এ প্রশ্নে সাবেক মার্কিন স্প্রিন্টার মরিস গ্রিনের কথাই ঠিক—সে কত দ্রুত দৌড়াতে পারে তা অনুমান করা কঠিন। বেইজিং অলিম্পিকে শেষ ১৫ মিটারে নাচানাচি করতে করতেও ৯.৬৯ সেকেন্ড টাইমিং করেছেন। অনেকেই মনে করেন, এটা না করলে আরও ভালো টাইমিং করা সম্ভব ছিল। সম্ভব যে ছিল, সেটা উসাইন বোল্ট দেখিয়েছেন এক বছর পরই ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ড করে। লন্ডনে যে ৯.৬৩ সেকেন্ড টাইমিং করলেন—এ নিয়েও দর্শকমনে কিছুটা অতৃপ্তি—যদি শুরুটা ভালো হতো তাহলে নতুন বিশ্বরেকর্ডই হয়ে যেত! তা হয়তো হতো কিন্তু টাইমিং কত হতো?
বার্লিন বিশ্বচ্যাম্পিয়নশিপের পর গবেষণায় দেখা গেছে মানুষের পক্ষে ৯.৩৪ সেকেন্ড সময়ে ১০০ মিটার দৌড়ানো সম্ভব। কীভাবে? ১০০ মিটারে বোল্টের চেয়ে দ্রুত কেউ দৌড়াতে পারেনি। কিন্তু ওই ১০০ মিটারকে ১০ ভাগ করে ১০ মিটারে নামিয়ে আনলে একেক ভাগে যাঁরা দ্রুত দৌড়েছেন, তাঁদের টাইমিং যোগ করলে সেটি হয় ৯.৩৪ সেকেন্ড।
০-১০ মিটার
১.৬৭ সেকেন্ড
কিম কলিন্স, ২০০৪
৩০-৪০ মিটার
০.৮৫ সেকেন্ড
উসাইন বোল্ট, ২০০৯
৬০-৭০ মিটার
০.৮১ সেকেন্ড
উসাইন বোল্ট, ২০০৯
১০-২০ মিটার
১.০ সেকেন্ড
ব্রুনি সুরিন, ১৯৯৯
মরিস গ্রিন, ২০০১
উসাইন বোল্ট, ২০০৮
৪০-৫০ মিটার
০.৮৪ সেকেন্ড
কার্ল লুইস, ১৯৯১
ফ্রাঙ্কি ফ্রেডেরিকস, ১৯৯৬
মরিস গ্রিন, ১৯৯৯
৭০-৮০ মিটার
০.৮৩ সেকেন্ড
উসাইন বোল্ট, ২০০৯
২০-৩০ মিটার
০.৮৯ সেকেন্ড
মরিস গ্রিন, ১৯৯৯
৫০-৬০ মিটার
০.৮২ সেকেন্ড
মরিস গ্রিন, ১৯৯৯, ২০০০
৯০-১০০ মিটার
০.৮৩ সেকেন্ড
উসাইন বোল্ট, ২০০৯
ক্যারিয়ার-সেরা টাইমিং
১০০ মিটার ৯.৫৮ সেকেন্ড
২০০ মিটার ১৯.১৯ সেকেন্ড
No comments