ভাইস প্রেসিডেন্ট হিসেবে রায়ানকে চান রমনি

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি তাঁর রানিংমেটের নাম ঘোষণা করেছেন। গতকাল শনিবার ভার্জিনিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত রণতরী ইউ এস এস উইসকনসিনে আয়োজিত এক অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট পদের লড়াইয়ে উইসকনসিনের কংগ্রেসম্যান পল রায়ানের নাম ঘোষণা করেন তিনি।


আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার মোকাবিলা করবেন ম্যাসাচুসেটস রাজ্যের সাবেক গভর্নর রমনি।
৪২ বছর বয়সী রায়ান মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের উইসকনসিনের রিপাবলিকান দলের সদস্য। মাত্র ২৮ বছর বয়সে প্রথম নির্বাচিত হন তিনি। এবার নিয়ে এই পদে সপ্তমবারের মতো দায়িত্ব পালন করছেন।
হাউসের বাজেট কমিটির প্রধান তিনি। বিশ্লেষকদের ধারণা, দেশের আর্থিক মন্দা মোকাবিলায় দল কতটা গুরুত্ব দিচ্ছে, সেই সম্পর্কে ভোটারদের কাছে একটা বার্তা পাঠাতেই রায়ানকে বেছে নেওয়া হলো।
মাঝে বেশ কিছুদিন মোটামুটি চুপচাপ থাকার পর গতকাল থেকেই জোরালো প্রচার শুরু করেছেন রমনি। এর মধ্যে ওবামা প্রচার শিবির থেকে তাঁর বিরুদ্ধে ধারালো আক্রমণ চালিয়ে কয়েকটি বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে।
ওবামা শিবিরের দাবি, রমনি উচ্চবিত্তদের স্বার্থ সংরক্ষণে উপযুক্ত হলেও সাধারণ আমেরিকানদের ধার ধারেন না। সম্প্রতি পরিচালিত কয়েকটি জরিপেও দেখা গেছে, ওবামার চেয়ে কিছুটা পিছিয়ে পড়েছেন রমনি। এসব প্রচারের জবাব দিতেই গতকাল থেকে চার রাজ্য সফরে বের হয়েছেন রমনি। শুরু করেছেন ভার্জিনিয়া দিয়ে। এরপর যাবেন নর্থ ক্যারোলাইনা ও ফ্লোরিডায়। এ সফর শেষ হবে ওহাইয়োতে গিয়ে। সূত্র : ওয়াশিংটন পোস্ট, বিবিসি।

No comments

Powered by Blogger.