'একটু-আধটু চুরিতে ক্ষতি নেই'
'দায়িত্ব ঠিকমতো পালন করলে একটু-আধটু চুরি করতেই পারেন'_এ মন্তব্য করে বিপাকে পড়েছেন ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মন্ত্রী শিবপাল সিং যাদব। গত বৃহস্পতিবার আমলাদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। এরপরই তাঁর এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এক দিন পর গত শুক্রবার তিনি মন্তব্য প্রত্যাহার করে নেন।
শিবপাল গৃহায়ণ ও নির্মাণবিষয়ক মন্ত্রী। গত বৃহস্পতিবার রাজ্যের রাজধানী লক্ষ্মৌ থেকে ১২৪ মাইল দূরে ইটা শহরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। এ সময় সেখানে সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। বৈঠকে তিনি বলেন, 'আপনারা যদি ঠিকমতো কাজ করেন, তাহলে একটু-আধটু চুরি করতে পারেন।' তাঁর এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় তোলে। কথা দ্রুত ছড়িয়ে পড়ার জন্য তিনি সাংবাদিকদের দায়ী করেন।
পরদিন শিবপাল তাঁর বক্তব্য প্রত্যাহার করে নেন। এরপর সাংবাদিকদের বলেন, 'আমি আমার কথা তুলে নিয়েছি। কেন আপনারা কথাটি এভাবে ছড়ালেন? গণমাধ্যম কেন আমাকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, আমি ঠিক জানি না।'
শিবপালের বক্তব্য সম্পর্কে বিজেপি নেতা লালজি ট্যান্ডন বলেন, 'একজন মন্ত্রীর বক্তব্যে তাঁর সরকারের নীতির বহিঃপ্রকাশ ঘটে। আর কোনো মন্ত্রীর এ ধরনের বক্তব্য দেওয়ার মানে হলো, ওই সরকার জনগণের অর্থ আত্মসাতের লাইসেন্স দিয়ে দিল। কোনো মন্ত্রীর এভাবে কথা বলা ঠিক নয়।'
সমাজবাদী পার্টির নেতা শহীদ সিদ্দিকী বলেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক যে, এক মন্ত্রী এভাবে কথা বলেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর চাচা; এবং যিনি নিজেকে মুখ্যমন্ত্রীর চেয়ে কোনো অংশেই কম ভাবেন না। তাঁর এভাবে কথা বলা ঠিক নয়। এমন বক্তব্যের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের চুরি করার দ্বার উন্মুক্ত করা হলো।'
সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের চাচা হন শিবপাল। তাঁর দল সমাজবাদী পার্টি দুর্নীতিবিরোধী অবস্থান নেওয়ায় চলতি বছর মার্চে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়। সূত্র : এএফপি।
পরদিন শিবপাল তাঁর বক্তব্য প্রত্যাহার করে নেন। এরপর সাংবাদিকদের বলেন, 'আমি আমার কথা তুলে নিয়েছি। কেন আপনারা কথাটি এভাবে ছড়ালেন? গণমাধ্যম কেন আমাকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, আমি ঠিক জানি না।'
শিবপালের বক্তব্য সম্পর্কে বিজেপি নেতা লালজি ট্যান্ডন বলেন, 'একজন মন্ত্রীর বক্তব্যে তাঁর সরকারের নীতির বহিঃপ্রকাশ ঘটে। আর কোনো মন্ত্রীর এ ধরনের বক্তব্য দেওয়ার মানে হলো, ওই সরকার জনগণের অর্থ আত্মসাতের লাইসেন্স দিয়ে দিল। কোনো মন্ত্রীর এভাবে কথা বলা ঠিক নয়।'
সমাজবাদী পার্টির নেতা শহীদ সিদ্দিকী বলেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক যে, এক মন্ত্রী এভাবে কথা বলেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর চাচা; এবং যিনি নিজেকে মুখ্যমন্ত্রীর চেয়ে কোনো অংশেই কম ভাবেন না। তাঁর এভাবে কথা বলা ঠিক নয়। এমন বক্তব্যের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের চুরি করার দ্বার উন্মুক্ত করা হলো।'
সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের চাচা হন শিবপাল। তাঁর দল সমাজবাদী পার্টি দুর্নীতিবিরোধী অবস্থান নেওয়ায় চলতি বছর মার্চে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়। সূত্র : এএফপি।
No comments