শেয়ার বার্তা-ট্রেড সার্ভার থেকে
রেকর্ড ডের জন্য আজ লেনদেন বন্ধ থাকবে : এবি ব্যাংক, তিতাস গ্যাস, লিব্রা ইনফিউশন, হেইডেলবার্গ সিমেন্ট, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ইস্টার্ন ইনস্যুরেন্স, রহিমা ফুড, ইস্টার্ন হাউজিং, এএমসিএল (প্রাণ), ন্যাশনাল টি কম্পানি, ওরিয়ন ইনফিউশন, কোহিনূর, বিডি অটোকার, মাইডাস ফাইন্যান্স, হক্কানি পাল্প অ্যান্ড পেপার।রেকর্ড ডের পর আজ লেনদেন শুরু হবে : এশিয়া প্যাসেফিক ইনস্যুরেন্স, রহিম টেঙ্টাইল, দেশ গার্মেন্টস, অগ্রণী ইনস্যুরেন্স, মুন্নু স্টাফলার, মুন্নু সিরামিক, মডার্ন ডায়িং, আজিজ পাইপস।
প্রাইম টেঙ্টাইল, বিআইএফসি, ডেসকো, অগি্ন সিস্টেম, ঢাকা ডায়িং : স্পট মার্কেটে লেনদেন হবে আজ (৩ নভেম্বর) থেকে ১৪ নভেম্বর '১১ পর্যন্ত এবং ১৫ নভেম্বর '১১ লেনদেন বন্ধ থাকবে।
৩০ সেপ্টেম্বর '১১ সমাপ্ত অনিরীক্ষিত প্রথম ত্রৈমাসিক হিসাব ঘোষণা করেছে : এম আই সিমেন্ট কর-পরবর্তী নিট লাভ ২০ দশমিক ০৫৪ কোটি টাকা, শেয়ারপ্রতি আয় ২ দশমিক ০ টাকা। শমরিতা কর-পরবর্তী নিট লাভ ০ দশমিক ৭১ কোটি টাকা, শেয়ারপ্রতি আয় ৯ দশমিক ৩৬ টাকা এবং ডাইলুটেড শেয়ারপ্রতি আয় ৮ দশমিক ০৭ টাকা।
লভ্যাংশ ঘোষণা : ন্যাশনাল টিউবস ২০ শতাংশ শেয়ার; এজিএম : ১০ ডিসেম্বর ২০১১; রেকর্ড ডে : ২০ নভেম্বর ২০১১। ডেল্টা স্পিন ১০ শতাংশ নগদ; এজিএম : ২২ ডিসেম্বর ২০১১; রেকর্ড ডে : ২১ নভেম্বর ২০১১।
অভিহিত মূল্য পরিবর্তনের জন্য ইজিএম : প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স ২৯ নভেম্বর ২০১১ সকাল ১১টায় আইডিইবি ভবন, ১৬০/এ কাকরাইল, ঢাকা; রেকর্ড ডে : ১৭ নভেম্বর ২০১১।
৩০ সেপ্টেম্বর '১১ সমাপ্ত অনিরীক্ষিত প্রথম ত্রৈমাসিক হিসাব ঘোষণা করেছে : এম আই সিমেন্ট কর-পরবর্তী নিট লাভ ২০ দশমিক ০৫৪ কোটি টাকা, শেয়ারপ্রতি আয় ২ দশমিক ০ টাকা। শমরিতা কর-পরবর্তী নিট লাভ ০ দশমিক ৭১ কোটি টাকা, শেয়ারপ্রতি আয় ৯ দশমিক ৩৬ টাকা এবং ডাইলুটেড শেয়ারপ্রতি আয় ৮ দশমিক ০৭ টাকা।
লভ্যাংশ ঘোষণা : ন্যাশনাল টিউবস ২০ শতাংশ শেয়ার; এজিএম : ১০ ডিসেম্বর ২০১১; রেকর্ড ডে : ২০ নভেম্বর ২০১১। ডেল্টা স্পিন ১০ শতাংশ নগদ; এজিএম : ২২ ডিসেম্বর ২০১১; রেকর্ড ডে : ২১ নভেম্বর ২০১১।
অভিহিত মূল্য পরিবর্তনের জন্য ইজিএম : প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স ২৯ নভেম্বর ২০১১ সকাল ১১টায় আইডিইবি ভবন, ১৬০/এ কাকরাইল, ঢাকা; রেকর্ড ডে : ১৭ নভেম্বর ২০১১।
No comments