বড় মাপের আরো তিনজনের বিরুদ্ধে মামলা ডিসেম্বরে

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ অভিযুক্ত সাতজনের বিচার শুরুর প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আগামী মাসেই এঁদের বিচার শুরু হবে। একই সময়ে মামলা হবে বড়মাপের আরো তিনজনের বিরুদ্ধে। একাধিক মন্ত্রী গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন।গতকাল অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কো-অর্ডিনেশন কমিটির এক সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, 'বিচারপ্রক্রিয়া যতদূর এগিয়েছে তাতে আমি সন্তুষ্ট। আগামী মাসে আরো বড় বড় তিনজনের বিরুদ্ধে মামলা হবে।'


এ বিচার নিয়ে কোনো তাড়াহুড়া নেই উল্লেখ করে তিনি বলেন, 'সরকারের মেয়াদকালেই তা শেষ করতে হবে এমন কোনো কথা নেই। যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে পেরেছি এটাই বড় বিষয়।'
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, 'সভায় যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত আনুষঙ্গিক সহযোগিতা ও তদন্ত নিয়ে আলোচনা হয়েছে।' তিনি বলেন, বিচারের বিষয়ে তাড়াহুড়া নেই। আইন তার নিজের গতিতে চলবে।
বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে আনা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী কানাডায় এবং রাশেদ চৌধুরী আমেরিকায় রয়েছেন। দুজনকে ফিরিয়ে আনতে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়াতেই তাঁদের যত দ্রুত সম্ভব ফেরত আনা হবে।
আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আগামী ২০ ডিসেম্বর। আর আগামী ৫ ডিসেম্বর নিজামী, মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আগামী মাসেই সাত-আট যুদ্ধাপরাধীর বিচারকাজ শুরু হবে। আর জানুয়ারি-ফেরুয়ারি মাসে তা পুরোদমে চলবে। জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে গ্রেপ্তার করা হবে কি-না জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, 'ওয়েট অ্যান্ড সি।'

No comments

Powered by Blogger.