পতৌদির দশম নবাব হলেন সাইফ আলী খান
ছোটে নবাব হিসেবে পরিচিত বলিউড তারকা সাইফ আলী খান উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের পতৌদি অঞ্চলের নবাব হয়েছেন। গতকাল সোমবার ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও শহরে পতৌদি প্যালেসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর মাথায় নবাবের পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
সাইফ পতৌদির দশম নবাব হলেন। নবম নবাব বাবা মনসুর আলী খান (৭০) গত সেপ্টেম্বরে মারা যান। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান ‘টাইগার পতৌদি’ নামে খ্যাত ছিলেন।
বেশ কয়েক বছর আগেই নবাব পদের বিলুপ্তি ঘটলেও পতৌদির ৫২টি গ্রামের প্রধানরা মিলে এ প্রতীকী আচার অনুষ্ঠানের আয়োজন করেন। এদিকে গ্রামবাসীর আবেগের প্রতি সম্মান জানাতেই পাগড়ি মাথায় নিয়েছেন বলে জানান সাইফ আলী খান। পার্শ্ববর্তী কয়েক গ্রামের মানুষ অনুষ্ঠান দেখতে এ সময় পতৌদী প্রাসাদে ভিড় করে। মা শর্মিলা ঠাকুর, দুই বোন সোহা আলী খান ও সাবা আলী খান এ সময় সাইফের পাশে ছিলেন। এ ছাড়া হরিয়ানার মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হোদাও এ অনুষ্ঠানে হাজির হন।
সাইফ পতৌদির দশম নবাব হলেন। নবম নবাব বাবা মনসুর আলী খান (৭০) গত সেপ্টেম্বরে মারা যান। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান ‘টাইগার পতৌদি’ নামে খ্যাত ছিলেন।
বেশ কয়েক বছর আগেই নবাব পদের বিলুপ্তি ঘটলেও পতৌদির ৫২টি গ্রামের প্রধানরা মিলে এ প্রতীকী আচার অনুষ্ঠানের আয়োজন করেন। এদিকে গ্রামবাসীর আবেগের প্রতি সম্মান জানাতেই পাগড়ি মাথায় নিয়েছেন বলে জানান সাইফ আলী খান। পার্শ্ববর্তী কয়েক গ্রামের মানুষ অনুষ্ঠান দেখতে এ সময় পতৌদী প্রাসাদে ভিড় করে। মা শর্মিলা ঠাকুর, দুই বোন সোহা আলী খান ও সাবা আলী খান এ সময় সাইফের পাশে ছিলেন। এ ছাড়া হরিয়ানার মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হোদাও এ অনুষ্ঠানে হাজির হন।
No comments