ইরানে হামলার পরিকল্পনা ইসরায়েলের
ইরানে হামলা চালাতে মন্ত্রিসভার অনুমোদন চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি পত্রিকা হারেতজ গতকাল বুধবার এ কথা জানায়। ইসরায়েলের ঊর্ধ্বতন এক কর্মকর্তার উদৃব্দতি দিয়ে পত্রিকাটি জানায়, মন্ত্রিসভার সমর্থন পেতে স্বরাষ্ট্রমন্ত্রী এহুদ বারাকের সঙ্গে শলাপরামর্শ করছেন প্রধানমন্ত্রী। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যরা ইচ্ছুক নন। এদিকে, ইসরায়েলের এউদ্যোগের খবরে সতর্ক রয়েছে ইরানও। দেশটির সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হাসান ফিরোজাবাদি বলেছেন, হামলা হলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান।
এ খবর প্রকাশের আগে ক'দিন ধরেই ইসরায়েলের বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছিল, দেশটি ইরানে একতরফা হামলা চালাতে পারে। পত্রিকাটি জানায়, নেতানিয়াহু ও এহুদ বারাক ইতিমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী আবিগদর লিবারম্যানের সমর্থন আদায় করে নিয়েছেন। তবে তা সত্ত্বেও হামলার বিরোধীরা এখনও সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে মন্তব্য করেছেন ঊর্ধ্বতন ওই কর্মকর্তা।
ইরান আক্রমণের বিপক্ষে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এলি ইয়িশাই, ইন্টেলিজেন্স মন্ত্রী ডেন মেরিডর, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী মশি ইয়ালন এবং অর্থমন্ত্রী ইয়ুভাল স্টেইনিটজ। এ ছাড়া বিপক্ষে রয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান বেনি গান্টজ, গোয়েন্দা সংস্থার প্রধান তামির পারদো, সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান আবিব কোচাবি এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান ইয়োরাম কোহেন। ইরানের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নিতে ইসরায়েল বাধ্য হতে পারে বলে মঙ্গলবার পার্লামেন্টে ইঙ্গিত দিয়েছিলেন এহুদ বারাক। সে সময় তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যে এমন অবস্থা তৈরি হতে পারে যাতে ইসরায়েল তার স্বার্থ রক্ষায় এককভাবে ব্যবস্থা নিতে বাধ্য হবে। হারেতজ জানায়, এখনও ইরানে সামরিক হামলা চালানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
ইরান আক্রমণের বিপক্ষে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এলি ইয়িশাই, ইন্টেলিজেন্স মন্ত্রী ডেন মেরিডর, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী মশি ইয়ালন এবং অর্থমন্ত্রী ইয়ুভাল স্টেইনিটজ। এ ছাড়া বিপক্ষে রয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান বেনি গান্টজ, গোয়েন্দা সংস্থার প্রধান তামির পারদো, সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান আবিব কোচাবি এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান ইয়োরাম কোহেন। ইরানের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নিতে ইসরায়েল বাধ্য হতে পারে বলে মঙ্গলবার পার্লামেন্টে ইঙ্গিত দিয়েছিলেন এহুদ বারাক। সে সময় তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যে এমন অবস্থা তৈরি হতে পারে যাতে ইসরায়েল তার স্বার্থ রক্ষায় এককভাবে ব্যবস্থা নিতে বাধ্য হবে। হারেতজ জানায়, এখনও ইরানে সামরিক হামলা চালানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
No comments