ফিরে দেখাঃ লুই আরাগঁ by ইমরান রহমান
বিখ্যাত ফরাসি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক লুই আরাগঁ ১৮৯৭ সালের ৩ অক্টোবর প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি ফ্রান্সের কমিউনিষ্ট পার্টির একজন একনিষ্ঠ সমর্থক ও ফরাসি সাহিত্য সংস্থা একাডেমি গনোকোর্টের সদস্য ছিলেন। আরাগঁর বাবার নাম লুই অ্যানড্রুক্স। তার মা তার বাবার চেয়ে ৩০ বছরের ছোট ছিলেন। উল্লেখ্য, অ্যানড্রুক্স সন্তান হিসেবে আরাগঁকে স্বীকৃতি দেননি।
আরাগঁর মায়ের যখন ১৭ বছর বয়স তখন অ্যানড্রুক্সের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে আরাগঁর জম হয়। আরাগঁর মা অ্যানড্রুক্সকে তার ধর্ম পিতা হিসেবে পরিচয় দিতেন। তবে সত্য ঘটনা আরাগঁ জানতে পারেন ১৯ বছর বয়সে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়ার প্রাক্কালে। ছেলে হিসেবে আরাগঁকে অ্যানড্রুক্সের অস্বীকৃতির প্রভাব পড়েছিল পরবর্তী সময়ে তার কবিতায়। সাহিত্যে স্বল্পস্থায়ী দাদাইজম্ ধারায় ঝুঁকেছিলেন আরাগঁ। ১৯২৪ সালে সাহিত্যে যে পরাবাস্তববাদ ধারা সূচিত হয়েছিল তার অন্যতম রূপকার ছিলেন তিনি। ১৯৩৩ সালে দলীয় পত্রিকার জন্য তিনি লিখতে শুরু করেন। ১৯৩৯ সালে তিনি রুশ বংশোদ্ভূত ফরাসি লেখিকা এলসা ট্রিরটকে বিয়ে করেন। আরাগঁর কবিতায় বৈচিত্র্য লক্ষণীয়। 'লা লেটারস ফ্রাঙ্কাইসেজ', 'পাওর আন রিয়েলিজম সসিয়েলিট' তার উল্লেখযোগ্য সাহিত্য কর্ম। ১৯৮২ সালের ২৪ ডিসেম্বর তিনি প্যারিসে পরলোকগমন করেন।
No comments