বিশ্বের সেরা ৪০০-তে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়
বিশ্বের সেরা ৪০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটিও স্থান পায়নি। শ্রীলঙ্কা ও পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়েরও স্থান হয়নি এ তালিকায়। তবে ভারতের ছয়টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। চীনেরও সমান সংখ্যক বিশ্ববিদ্যালয় ওই তালিকায় স্থান পেয়েছে।প্রতিবছরের মতো এবারও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে ইউএস নিউজ। পরীক্ষার ফলাফল, শিক্ষার পরিবেশ, পাসের পর চাকরিতে যোগদানের হার ইত্যাদির ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।
তালিকার প্রথম ১০টিরমধ্যে ছয়টি যুক্তরাষ্ট্রের, চারটি যুক্তরাজ্যের। তালিকার এক নম্বরে রয়েছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। দুই নম্বরে বস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, তিন নম্বরে এমআইটি, চার নম্বরে কানেকটিকাটের ইয়েল ইউনিভার্সিটি, পাঁচ নম্বরে যুক্তরাজ্যের অঙ্ফোর্ড, ছয় নম্বরে লন্ডন ইমপেরিয়াল কলেজ, সাত নম্বরে লন্ডন ইউনিভার্সিটি কলেজ, আট নম্বরে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়, ৯ নম্বরে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় এবং ১০ নম্বরে রয়েছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।
৪৬টি দেশের ৪০০টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৮৪টি, যুক্তরাজ্যের ৩৯টি, জার্মানির ৩৬টি, অস্ট্রেলিয়ার ২৪টি, ফ্রান্সের ১৭টি, কানাডার ১৬টি, নেদারল্যান্ডসের ১২টি, দক্ষিণ কোরিয়ার ৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ ছাড়া হংকংয়ের ছয়টি, সিঙ্গাপুরের দুটি, মালয়েশিয়ার চারটি, থাইল্যান্ডের দুটি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। অন্য দেশগুলোর মধ্যে ইতালির ৯টি, সুইজারল্যান্ডের আটটি, সুইডেনের আটটি, স্পেনের সাতটি, নিউজিল্যান্ডের সাতটি, ফিনল্যান্ডের সাতটি, বেলজিয়ামের ছয়টি, আয়ারল্যান্ডের পাঁচটি, রাশিয়ার পাঁচটি, নরওয়ের চারটি, ইসরায়েলের চারটি, তাইওয়ানের চারটি, অস্ট্রিয়ার তিনটি, ব্রাজিলের তিনটি বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় রয়েছে। সূত্র : এনা।
৪৬টি দেশের ৪০০টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৮৪টি, যুক্তরাজ্যের ৩৯টি, জার্মানির ৩৬টি, অস্ট্রেলিয়ার ২৪টি, ফ্রান্সের ১৭টি, কানাডার ১৬টি, নেদারল্যান্ডসের ১২টি, দক্ষিণ কোরিয়ার ৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ ছাড়া হংকংয়ের ছয়টি, সিঙ্গাপুরের দুটি, মালয়েশিয়ার চারটি, থাইল্যান্ডের দুটি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। অন্য দেশগুলোর মধ্যে ইতালির ৯টি, সুইজারল্যান্ডের আটটি, সুইডেনের আটটি, স্পেনের সাতটি, নিউজিল্যান্ডের সাতটি, ফিনল্যান্ডের সাতটি, বেলজিয়ামের ছয়টি, আয়ারল্যান্ডের পাঁচটি, রাশিয়ার পাঁচটি, নরওয়ের চারটি, ইসরায়েলের চারটি, তাইওয়ানের চারটি, অস্ট্রিয়ার তিনটি, ব্রাজিলের তিনটি বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় রয়েছে। সূত্র : এনা।
No comments