বিষয় যখন ফেসবুক by মেহেদী মামুন।

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক নিয়ে যা শুরু হয়েছে তাতে আর কিছুদিন পরেই সমাজবিজ্ঞান বিষয়ে ফেসবুক নিয়ে ৫০ নম্বরের সহায়ক কোর্স থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তখন পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে আসুন সেটাই একবার দেখে নিই। লিখেছেন মেহেদী মামুন।খবিশউদ্দিন ডিগ্রি কলেজবিষয় : সমাজবিজ্ঞান পার্ট : ফেসবুক বিষয় কোড : ৪২০সময় : তিন ঘণ্টা পূর্ণমান : ৫০১. যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ৩ঢ৫=১৫


ক. ফেসবুক কাকে বলে? একটি আদর্শ ফেসবুক অ্যাকাউন্টের বর্ণনা দাও।
খ. একটি সফল লগইন প্রক্রিয়ার জন্য কোন বিষয়ের দিকে লক্ষ রাখতে হবে?
গ. একাধিক ফেসবুক অ্যাকাউন্টের ক্ষতিকর দিকসমূহ বর্ণনা কর।
ঘ. ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর আগে কোন কোন বিষয়ের দিকে নজর রাখা জরুরি বলে তোমার মনে হয়?
ঙ. 'ফায়ার ফক্স ব্রাউজারে ফেসবুক সহায়ক' মন্তব্যটির সার্থকতা ব্যাখা কর।
২. সত্য হলে 'স' আর মিথ্যা হলে 'মি' লেখ। ৫
ক. ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম আইজউদ্দিন মাতুব্বর।
খ. ফেসবুক ব্যবহার করতে চাইলে ইন্টারনেটের লাইন থাকতে হবে।
গ. বিশ্বের জনপ্রিয় সফটওয়্যারের নাম ফেসবুক।
ঘ. কমেন্টস করে কেউ দেউলিয়া হয়ে যায় না।
ঙ. ফেসবুক আমাদের অযথা সময় নষ্ট করে।
৩. নিম্নোক্ত স্ট্যাটাসটির ভাব সম্প্রসারণ কর। ৫
আজ কেন মন, উদাসী হয়ে, দূর অজানায়, চায় হারাতে
৪. সংক্ষেপে উত্তর দাও (৩টি) ৩ঢ৫=১৫
ক. মিউচ্যুয়াল ফ্রেন্ড বলতে কী বোঝ?
খ. ফেক আইডিধারীদের আচরণ পর্যালোচনা কর।
গ. রোমান্টিক প্রোফাইল পিকচারের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা কর।
ঘ. কমেন্টস কত প্রকার ও কী কী?
ঙ. কমেন্টস লাইক করার আগে কী কী বিষয়ের দিকে নজর রাখতে হয়?
৫. বর্ণনামূলক প্রশ্ন (সকল প্রশ্নের মান সমান) ৩ঢ১০=৩০
ক. সমালোচনাসহ অন্যের প্রোফাইলে কোনো কিছু ট্যাগ করার বিষয়ে আলোচনা কর।
খ. কেন্দ্রীয়ভাবে (সার্ভারের মাধ্যমে) ফেসবুক লক করা থাকলে কীভাবে ফেসবুকে প্রবেশ করা যায় তার তিনটি উপায়ের বর্ণনা দাও।
গ. অ্যালবাম তৈরি করার জন্য বেসিক আপলোডারই সহজতম পন্থা_ মন্তব্যটির সার্থকতা মার্ক জুকারবার্গের দৃষ্টিতে মূল্যায়ন কর।
ঘ. অ্যাডমিন কাকে বলে? নতুন গ্রুপ সৃষ্টির পেছনে অ্যাডমিনের ভূমিকা আলোচনা কর।
ঙ. ফেসবুক ব্যবহার শেষে সাইন আউটের প্রয়োজনীয়তা উদাহরণসহ ব্যাখা কর।
৬. নিচের প্যারার সারমর্ম লেখ ৫
তার প্রোফাইল পিকচার দেখে আমার মনের ভেতর যে শিহরণ জেগে উঠল তা কেবল সুনামির সঙ্গেই তুলনা করা যায়। দেরি না করে তাই সঙ্গে সঙ্গেই রিকোয়েস্ট পাঠালাম। একদিন যায়, দু'দিন যায়, তৃতীয় দিন আর সহ্য করতে না পেরে ম্যাসেজ পাঠালাম, 'হে রমণী, আমার রিকোয়েস্ট কবুল করো।' ওপাশ থেকে জবাব এলো, 'খবরদার, ম্যাসেজ পাঠাবি না।' আমি তার মন্তব্যে অবাক হয়ে গেলাম। এ কেমন ব্যবহার! সেই থেকে আমি আর যার তার কাছে রিকোয়েস্ট পাঠাই না। মনের গভীরে রিকোয়েস্টদের অবরুদ্ধ করে রাখি।
৭. রচনা লেখ (যে কোনো একটি বিষয়ে) ১০
ক. প্রাইভেসি সেটিংস খ. ফার্মভ্যালি গ. ফেক আইডি
৮. ব্যাখ্যা দাও (যে কোনো একটি বিষয়ে) ৫
ক. ফেসবুকের ফেস এবং বুক নাই
খ. বাড়ির ওয়াল আর ফেসবুকের ওয়াল এক নয়
গ. ফেসবুকে সারাদিন বসে থাকা স্বাস্থ্যের জন্য ভালো
৯. দরখাস্ত লেখ (যে কোনো একটি বিষয়ে) ১০
ক. তোমাকে অ্যাড করার অনুরোধ জানিয়ে পাড়ার সুন্দরী মলির কাছে একটি দরখাস্ত লেখ।
খ. ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গের সঙ্গে বার্গার খাবার আবেদন জানিয়ে একটি দরখাস্ত লেখ।
গ. আপনার গ্রুপে যোগদানের আবেদন জানিয়ে ফ্রেন্ডদের কাছে দরখাস্ত লেখ।
ঘ. ফ্রেন্ড লিস্ট থেকে বড় ভাইকে আনফ্রেন্ড করার অনুমতি চেয়ে ভাইয়ের কাছে দরখাস্ত লেখ।

No comments

Powered by Blogger.