বৃত্তের ভেতরে বৃত্ত-বাপেক্সের সফল অনুসন্ধান এবং শক্তির নতুন দিগন্ত by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

বাপেক্স অর্থাৎ রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কম্পানির একদল তরুণ বিজ্ঞানীর ত্রিমাত্রিক জরিপে রশীদপুরে (মৌলভীবাজার জেলা) নতুন সাড়ে তিন টিসিএফ গ্যাসের মজুদ আবিষ্কারের ঘটনাটি নিঃসন্দেহে আনন্দদায়ক এবং আমাদের জাতীয় স্বার্থের জন্য শুভ সংবাদ। রশীদপুরে ইতিপূর্বে আবিষ্কৃত প্রায় দুই টিসিএফ গ্যাসের সঙ্গে নতুন মজুদের পরিমাণ যোগ করলে স্পষ্টতই বলা যায়, এখন দেশের সবচেয়ে গ্যাসের বড় ক্ষেত্র রশীদপুর।


বাপেক্সে তরুণ উদ্যমী বিজ্ঞানীরা শুধু স্বল্প সময়েই নয়, স্বল্পতম খরচেও আন্তর্জাতিকমানের দক্ষতা প্রদর্শন করে শক্তির যে নতুন দিগন্ত উন্মোচন করেছেন, তা প্রশংসাযোগ্য এবং এ জন্য তাদের অভিনন্দন। এই আবিষ্কারের ফলে আমাদের গ্যাসের মজুদের পরিমাণই শুধু বাড়ল না, একই সঙ্গে বাড়ল আত্মবিশ্বাসও। এখন স্বস্তি ও আত্মবিশ্বাসের অপর নাম একদিকে বাপেঙ্, অন্যদিকে রশীদপুর। এই আবিষ্কারের মধ্য দিয়ে আমাদের অর্জনের তালিকা যেমন হলো স্ফীত, তেমনি দক্ষতার বিষয়টিও প্রতিষ্ঠিত হলো। দেশের চলমান জ্বালানি সংকটে এটি সুবার্তা এবং অত্যন্ত আশা জাগানিয়া। এখন অন্তত আর কেউই এ সত্য স্বীকারে দ্বিমত করবেন না যে স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সামর্থ্য, দক্ষতা ও জ্ঞানে বাংলাদেশের প্রকৌশলী তথা বিজ্ঞানীরা যথেষ্ট সমৃদ্ধ। চারদিকে যখন নেতিবাচক ও আশাহত হওয়ার মতো খবরে আমরা প্রায় নিত্য আক্রান্ত, তখন আশা ও সাফল্যের সংবাদ আরো আছে। ইতিপূর্বে বিদেশি কম্পানি ত্রিমাত্রিক জরিপে প্রতি বর্গকিলোমিটারে গ্যাস অনুসন্ধানে যেখানে ব্যয় করেছে প্রায় ১৭ লাখ টাকা, সেখানে বাপেক্সে ব্যয় হয়েছে মাত্র সাড়ে ১১ লাখ টাকা। অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সব কিছুতেই ব্যয় অনেক বেশি এবং টাকার অবমূল্যায়নের হিসাব কষে বললে বলা যায়, বাপেক্সে এই ব্যয় তুলনামূলক অনেক কম। তা ছাড়া বিদেশি কম্পানিগুলোর সময়ক্ষেপণ বা বেশি সময় ব্যয় ও দুর্ঘটনা ইত্যাদি কারণে আমাদের অতীতের অভিজ্ঞতা প্রীতিকর নয়। এ ক্ষেত্রেও বাপেঙ্ ব্যাপক সাফল্য দেখিয়েছে। শুধু সাশ্রয়ীই নয়, নিরাপত্তা ও দক্ষতা প্রদর্শন করে বাপেঙ্ যে বড় কাজটি সম্পন্ন করল, এ থেকে খুব সহজেই এও প্রতীমায়ন হয়, আন্তর্জাতিকমানের এই প্রতিষ্ঠানটি সরকারি আনুকূল্য ও প্রয়োজনীয় তহবিল পেলে বাংলাদেশ থেকে মুনাফা সন্ধানী বিদেশি কম্পানিগুলোর নানা রকম কসরত করার অবকাশ থাকবে না। তাদের দরজায় আমাদের হাত পাততে হবে না। নানা রকম শর্তের বেড়াজালে আমাদের সম্পদ তাদের হাতে তুলে দিতে হবে না। বাপেঙ্ ও পেট্রোবাংলার প্রতি সরকারের দৃষ্টি প্রশ্নবিদ্ধ হওয়ায় রাষ্ট্রায়ত্ত এ দুটি প্রতিষ্ঠানে কিছুটা হলেও বিরূপ ছায়া পড়েছে। এর পরও বাপেক্সে বিজ্ঞানীরা সাফল্যের খতিয়ান দীর্ঘ করে চলেছেন। অতীতের দিকে তাকালে আমরা দেখতে পাই, দেশে গ্যাসের বড় মজুদগুলোর সন্ধান বাপেক্সে মাধ্যমেই সাফল্যজনকভাবে মিললেও স্বআবিষ্কৃত ক্ষেত্রগুলো থেকে বাপেঙ্কে বঞ্চিত করে, বিদেশি কম্পানিগুলোকে ফায়দা লোটার পথ করে দেওয়া হয়েছে। কেন এবং কার কী স্বার্থ এ ক্ষেত্রে হাসিল হয়েছে, এসবের সদুত্তর হয়তো একদিন মিলবে। বর্তমানে দেশে জ্বালানি পরিস্থিতি যে নাজুক হয়ে দাঁড়াল, তা হতো না যদি এ ক্ষেত্রে বাপেক্সে প্রতি বিমাতাসুলভ দৃষ্টিভঙ্গি বর্জন করা সম্ভব হতো এবং সততা, স্বচ্ছতা বজায় রেখে সব কিছুর ঊধর্ে্ব উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হতো। এখন দেশে যখন জ্বালানির তীব্র সংকট চলছে, তখন বাপেঙ্ তাদের দক্ষতা আবারও তুলে ধরতে সক্ষম হলো। সরবরাহ ঘাটতির কারণে গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও গ্যাসভিত্তিক শিল্প উৎপাদনের পাশাপাশি গৃহস্থালি কাজেও বর্তমানে সংকট প্রকট। সংশ্লিষ্টরা বলেছেন, আবিষ্কৃত নতুন মজুদ গ্যাস থেকে মোট গ্যাসের এক-তৃতীয়াংশ এখনই উত্তোলনযোগ্য এবং বিদ্যমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই কাজটি ত্বরিতই করা হবে। যদি তা সম্ভব হয় তাহলে বর্তমানে প্রাকৃতিক গ্যাসের দৈনন্দিন চাহিদা ও সরবরাহের মধ্যে যে ৫০০ এমএমসিএফের ব্যবধান রয়েছে, নতুন মজুদ থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হলে তা উল্লেখযোগ্য হারে কমে আসবে। স্মরণ করা যেতে পারে, রশীদপুর রাষ্ট্রীয় খাতের সেই পুরনো পাঁচ গ্যাস ক্ষেত্রের একটি, যেগুলোর স্বত্ব ১৯৭৫ সালের প্রথম দিকে বঙ্গবন্ধু প্রায় একক সিদ্ধান্তে মাত্র ৪৫ লাখ পাউন্ডে বহুজাতিক কম্পানির কাছ থেকে কিনে রেখেছিলেন। দীর্ঘদিন সেখান থেকে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের পর সেখানে আবার বিপুল পরিমাণ নতুন মজুদ আবিষ্কার বঙ্গবন্ধুর দূরদর্শিতার কথাই পুনর্বার স্মরণ করিয়ে দেয়। আন্তর্জাতিক অঙ্গনে তেল-গ্যাসের বাজার মোটেও স্থিতিশীল এবং নির্ভরযোগ্য নয়। এ অবস্থায় আপন সম্ভাবনা কাজে লাগাতে আরো উদ্যোগী হতেই হবে। যদি দ্রুতই আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চাই তাহলে আমাদের ৮ বা এরও বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এটি সম্ভব হবে যদি জ্বালানি সরবরাহ ও ভৌত অবকাঠামো নিশ্চিত করা যায়। সে ক্ষেত্রে মাগুরছড়ায় অঙ্েিডন্টাল ও টেংরাটিলায় নাইকোর অভিজ্ঞতা আমাদের মনে রাখতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের সঙ্গে বাংলাদেশের অভিজ্ঞতাও তিক্ত।
বলা হয়েছে, নতুন আবিষ্কৃত মজুদ থেকে এই হারে কিংবা এরও অধিক হারে আগামী প্রায় ৬ দশক, অর্থাৎ ৬০ বছর এই গ্যাস উত্তোলন করা যাবে। এমতাবস্থায় বলা যায়, সব মিলিয়ে রশীদপুর বাংলাদেশের জন্য একটি স্বস্তির নাম হয়ে গেল। বাপেক্সে পক্ষে যদিও এখনই সমুদ্রবক্ষে জরিপ চালানো সম্ভব নয়, কিন্তু স্থলভাগে বাংলাদেশের রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের দক্ষতা পর্বতপ্রমাণ এবং আমাদের তরুণ বিজ্ঞানীরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম_তা আর অস্বীকার করার কোনো উপায় নেই। ইতিপূর্বে বিদেশি কম্পানিগুলো জরিপ শেষে তাদের যন্ত্রপাতি ও সরঞ্জাম স্ব-স্ব দেশে নিয়ে গেছে। কিন্তু রশীদপুরে গ্যাস অনুসন্ধানে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম দেশেই থাকবে, অন্য ক্ষেত্রগুলোতে তা কাজে লাগবে এবং এতে আমাদের স্থায়ী সম্পদের ভাণ্ডার স্ফীত হলো। এখন বাপেক্সে শুধু সক্ষমতা ধরে রাখলেই চলবে না, উত্তরোত্তর তা বাড়াতে হবে এবং বিদেশ নির্ভরতা কমিয়ে আমাদের সম্পদ আমাদেরই সন্ধান-আবিষ্কারের সাফল্যের চিত্র আরো স্ফীত করার উদ্যোগ জোরদার কেন করতে হবে, তা আগেই বলেছি। কোনো স্বার্থান্বেষী মহলের কূটকৌশলে যাতে এ প্রচেষ্টা বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে সরকারের অবস্থান হতে হবে দৃঢ়। বাপেক্সে প্রযুক্তি শক্তি বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সব রকম সরকারি জোগান দিতে হবে দেশ-জাতির বৃহৎ স্বার্থেই। ভবিষ্যতে জরিপ ব্যয় আরো কম হবে_এ ধারণা বাপেঙ্ কর্তৃপক্ষের। পেট্রোবাংলা বাপেঙ্কে দিয়ে ভবিষ্যতে আরো সাতটি গ্যাসক্ষেত্রে সম্ভাবনাময় যে ত্রিমাত্রিক জরিপ চালাতে চাইছে, তা বলা যায় শুভ চিন্তা। রশীদপুরে যে কৃতিত্ব বাপেঙ্ দেখিয়েছে, নতুন করে সেই প্রয়াস আরো বিস্তৃত হলে দেশের তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমে ইতিবাচক প্রভাব অবশ্যই আশা করা যায়। বাপেক্সে সাফল্য দেশের অনন্য সম্ভাবনার পথ প্রশস্ত করেছে। মাত্র ৩৭ কোটি টাকা ব্যয়ে ৩২ হাজার কোটি টাকার গ্যাস পাওয়ার চিত্রটা হলো 'সিন্ধুর মাঝে বিন্দু'র মতো। এই বিন্দুমাত্র বিনিয়োগ করে সিন্ধুসম সম্পদ লাভ সম্ভব হয়েছে দেশের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার কারণে। আরো আশার সংবাদ হলো, ১৯৮৮ সালের ১০ এপ্রিল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহানে যে তেলক্ষেত্র তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ উদ্বোধন করেছিলেন, তা কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে গেলেও সেখানে প্রচুর তেল মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে। শালবাহান তেল ক্ষেত্রের প্রায় পাঁচ কিলোমিটার দূরে জলপাইগুড়ি জেলার জমিদারপাড়া গ্রামে ভারতের তেলক্ষেত্র থাকলেও বাংলাদেশের অবস্থান ডাউনস্ট্রিমে হওয়ায় শালবাহান ফিল্ডে আমাদেরই বেশি তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই তেলক্ষেত্রটি ব্রিটিশ তেল কম্পানি শেল ভাঁওতাবাজি করে অলাভজনক বলে পরিত্যক্ত ঘোষণা করেছিল। অবশ্য শালবাহানকে পরিত্যক্ত ঘোষণার পেছনে আরো কিছু কারণ ছিল এমন কথা আছে। বর্তমান গণতান্ত্রিক সরকার যদি এ ব্যাপারে নতুন করে উদ্যোগ নেয় এবং বাপেঙ্েেক দায়িত্ব দেয়, তাহলে আমাদের সম্ভাবনার আরো একটি দরজা খুলে যেতে পারে। দেশের সচেতন মানুষ আশা করেন শালবাহানে কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হবে এবং বাপেঙ্ তাদের সাফল্যের তালিকায় আরেকটি নাম যুক্ত করতে সক্ষম হবে। দেশের সম্পদ আহরণে বিদেশ নির্ভরতা দ্রুত হ্রাস করা অত্যন্ত জরুরি। আমাদের আত্মবিশ্বাস যেহেতু সংগত কারণেই এখন তুঙ্গে, সেহেতু সামর্থ্য বাড়াতে আর কার্পণ্য কিংবা বিলম্ব নয়। এ ক্ষেত্রে রাজনৈতিক ও প্রশাসনিক দৃঢ় সিদ্ধান্ত দরকার। দেশের সচেতন মানুষ এও প্রত্যাশা করেন, এই সরকার কোনোক্রমেই গ্যাস খাতে অসম পিএসসির মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দেবে না। আমাদের বাস্তবতায় খনিজ সম্পদের ক্ষেত্রে অবশ্যই অতি সতর্কতা খুব জরুরি। ব্যয় সাশ্রয় জ্বালানি নিরাপত্তা এবং স্বনির্ভরতার স্বার্থে দেশীয় উদ্যোগ ও মালিকানায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়াতে হবে বাধা কিংবা প্রতিকূলতার সব প্রাচীর ডিঙিয়ে। বাপেক্সে তরুণ প্রকৌশলী, বিজ্ঞানীরা সে পথ দেখিয়ে দিয়েছেন।
লেখক : সাংবাদিক, deba_bishnu@yahoo.com
« পূর্ববর্তী সংবাদ

No comments

Powered by Blogger.