মরক্কোতেও ইসলামী দলের জয়

রক্কোর পার্লামেন্ট নির্বাচনে উদারপন্থী ইসলামী দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) জয়ী হয়েছে। গত শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তাইব ছেরকাউই এ কথা জানান। নির্বাচনে জয়ী হওয়ায় পিজেডিকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।স্বরাষ্ট্রমন্ত্রী ছেরকাউই সংবাদ সম্মেলনে জানান, ৩৯৫টি আসনের মধ্যে ২৮৮টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে পিজেডি ৮০টি আসনে জয়ী হয়েছে। তবে ১১০টি আসনে জয়ী হওয়ার আশা করেছিল দলটি।


নির্বাচনে ৪৫টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে আছে প্রধানমন্ত্রী আব্বাস এল ফাসির ইনডিপেনডেন্ট পার্টি। নারী ও যুবকদের জন্য সংরক্ষিত আসন ৯০টি। সাধারণ ১৭টি আসনের ফলাফল গতকাল ঘোষণা করার কথা ছিল।
পিজেডির সাধারণ সম্পাদক আবদেলিলাহ বেনকিরান সাংবাদিকদের বলেন, 'যাঁরা পিজেডিকে ভোট দিয়েছেন, তাঁদের ধন্যবাদ। নির্বাচনের ফলাফলে আমরা সন্তুষ্ট।'
পিজেডি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অন্যান্য দলের সঙ্গে জোট সরকার গঠন করতে হবে। এ প্রসঙ্গে বেনকিরান বলেন, পিজেডির দ্বার সবার জন্য উন্মুক্ত থাকবে। 'আমাদের সঙ্গে যারা সরকার গঠন করবে তাদের মূল লক্ষ্য দুটি। তা হলো গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা।'
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবারের নির্বাচনে ৪৫ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে। ২০০৭ সালের নির্বাচনে শতকরা ৩৭ শতাংশ ভোট পড়েছিল। তবে তা ২০০২ সালে ভোটার উপস্থিতির অনেক কম। ওই বছর ৫১ দশমিক ৬ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন।
এদিকে, মরক্কোয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশটির প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে তাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
শাসনব্যবস্থায় সংস্কারের দাবিতে গত ফেব্রুয়ারিতে আন্দোলনে নামে সংস্কারবাদীরা। এরই পরিপ্রেক্ষিতে বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ গত জুলাইয়ে সংবিধান সংস্কার করেন। সংবিধান সংস্কারের পর এটাই সেখানে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো। পিজেডির জয়ের ফলে প্রতিবেশী দেশ তিউনিসিয়ার পর মরক্কোতেও উদারপন্থী ইসলামী দল ক্ষমতায় যাচ্ছে। সূত্র : আল-জাজিরা, এএফপি।

No comments

Powered by Blogger.