বাহরাইনে সহিংসতার প্রতিবেদন পর্যালোচনায় কমিশন গঠন
বাহরাইনে সহিংসতা সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুমোদন এবং বাস্তবায়ন করতে একটি জাতীয় কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা। বাহরাইনে সরকারবিরোধী আন্দোলনের শুরুতে হওয়া সহিংসতার তদন্ত করতে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হয়। এক সপ্তাহ আগে কমিশন তাদের প্রতিবেদন প্রকাশ করে। ওই তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলো যাচাই-বাছাই, অনুমোদন ও বাস্তবায়ন করতে এ কমিশন গঠন করা হয়েছে বলে
জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। খবর আল জাজিরা অনলাইন।বাদশা হামাদ এক বিবৃতিতে বলেছেন, কমিশন আন্তর্জাতিক মান অক্ষুণ্ন রেখে নিরপেক্ষভাবে এ দায়িত্ব পালন করবে। বিআইসিআইয়ের ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, দেশটির পুলিশ বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে, গণগ্রেফতার করে নির্যাতন চালিয়েছে, এমনকি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করেছে। এছাড়া বিরোধীদের সঙ্গে আলোচনার সুপারিশও করা হয়েছে। জানুয়ারি থেকে নবগঠিত কমিশন এসব তথ্য পরীক্ষা করবে বলে জানানো হয়েছে। তবে বাহরাইনের বিরোধী দল আল ওয়াফাক বলেছে, প্রতিবেদনে যেসব তথ্য তুলে ধরা হয়েছে তা অসম্পূর্ণ। দলটির নেতা খলিল মারজু বলেন, 'ওই প্রতিবেদনে সরকারকে বিরোধী দলের সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে কিন্তু দেশের জনগণের ওপর অমানবিক অত্যাচার চালানো সরকারের সঙ্গে আমরা কোনো আলোচনায় বসব না।'
No comments