অহেতুক কৌতুক
কম্পিউটারে ওস্তাদ এক শিশুকে তার মা বিজ্ঞান পড়াচ্ছেন, ‘পৃথিবী নিজ অক্ষের ওপর একবার ঘুরতে সময় নেয় ২৪ ঘণ্টা।’ : এত সময়নেয়? পৃথিবী নিজেকে এখনো আপগ্রেড করছে না কেন? শিক্ষক: ব্যাঙের পেট কেটে আমি তোমাদের দেখিয়ে দিলাম ভেতরে কোন কোন অঙ্গ-প্রত্যঙ্গ আছে। আচ্ছা, এবার বলো তো মানুষের পেট কাটলে তার মধ্যে কী কী দেখতে পাবে?
এক ছাত্র: প্রথমে দেখব হাজত, তার পরে জেলখানা।
হাতুড়ির সবচেয়ে নিরাপদ ব্যবহার কী?
: পেরেকটা অন্য কাউকে ধরতে দেওয়া।
লোহার মতো শক্ত কিন্তু গর্তে ভর্তি জিনিসটা কী?
: শিকল।
নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা দুই লোক চিৎকার করে কথা বলছে—
: আমি ওই পাড়ে কী করে আসব?
: গাধার মতো কথা বোলো না। তুমি তো ওই পাড়েই আছো।
তরুণ: ধরা যাক, এক বোকার টাকা আছে, তাকে তুমি বিয়ে করবে?
তরুণী: কেন? কত টাকা আছে তোমার?
আমার স্ত্রীর স্মৃতিশক্তি সবচেয়ে জঘন্য।
: সব ভুলে যায়?
: সব মনে রাখে।
গাড়ির ভিড়ে রাস্তা আটকে যাওয়াকে কী বলে?
: জ্যাম।
: আর রাস্তা পরিষ্কার থাকলে?
: অ্যা...ইয়ে...বোধ হয় জেলি।
গ্রন্থনা: কাওছার শাকিল
হাতুড়ির সবচেয়ে নিরাপদ ব্যবহার কী?
: পেরেকটা অন্য কাউকে ধরতে দেওয়া।
লোহার মতো শক্ত কিন্তু গর্তে ভর্তি জিনিসটা কী?
: শিকল।
নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা দুই লোক চিৎকার করে কথা বলছে—
: আমি ওই পাড়ে কী করে আসব?
: গাধার মতো কথা বোলো না। তুমি তো ওই পাড়েই আছো।
তরুণ: ধরা যাক, এক বোকার টাকা আছে, তাকে তুমি বিয়ে করবে?
তরুণী: কেন? কত টাকা আছে তোমার?
আমার স্ত্রীর স্মৃতিশক্তি সবচেয়ে জঘন্য।
: সব ভুলে যায়?
: সব মনে রাখে।
গাড়ির ভিড়ে রাস্তা আটকে যাওয়াকে কী বলে?
: জ্যাম।
: আর রাস্তা পরিষ্কার থাকলে?
: অ্যা...ইয়ে...বোধ হয় জেলি।
গ্রন্থনা: কাওছার শাকিল
No comments