গরমের পোশাক

ঋতুবদলে পোশাকের নকশা, রং-ঢঙেও আসে পরিবর্তন। সুতি কাপড় আর উজ্জ্বল রঙের প্রাধান্যই দেখা যায় বেশি। দেখে নিন গ্রীষ্মে ফ্যাশন হাউসগুলোর নতুন কিছু পোশাক আয়োজন। অঞ্জনস সবুজ, ছাই, সাদা, বাদামি ইত্যাদি রঙের নানা শেডে তৈরি পোশাক এনেছে অঞ্জনস। ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি ইত্যাদির কাজ করা হয়েছে।

নগরদোলা

‘ত্রয়ী’ শিরোনামে তিন রঙের শেডে গরমের কুর্তা এনেছে নগরদোলা। সুতি কাপড়ের এই কুর্তাগুলো লেগিংস দিয়ে পরার উপযোগী। এখানে হালকা রঙে নতুন নকশায় তৈরি শাড়িও পাবেন।

লাল সাদা নীল হলুদ
উজ্জ্বল রঙে আরামদায়ক কাপড়ে তৈরি গরমের পোশাক এনেছে লাল সাদা নীল হলুদ। আছে টপ, ফতুয়া, সালোয়ার-কামিজ, শাড়ি ও পাঞ্জাবি।

চিলেকোঠা শেখর
তাঁত কাপড়ে তৈরি নানা রকম পোশাক এনেছে তারা। পয়লা বৈশাখের পরও লাল-সাদার জনপ্রিয়তা কমে না। এ বিষয় মাথায় রেখে তারা এনেছে লাল রঙের প্রাধান্যে কুর্তা, টপ, পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার-কামিজ ইত্যাদি।

No comments

Powered by Blogger.