নতুন বছরের প্রত্যাশা by সারওয়ার-উল-ইসলাম
নতুন বছরে মনে নানা প্রত্যাশা
সন্ধ্যায় ঠিক ঠিক পৌঁছাব বাসা।
থাকবে না রাস্তায় কোনো যানজট
জটে পড়ে মেজাজটা হবে না তো হট।
সন্ধ্যায় ঠিক ঠিক পৌঁছাব বাসা।
থাকবে না রাস্তায় কোনো যানজট
জটে পড়ে মেজাজটা হবে না তো হট।
থাকবে না দেশে আর টেন্ডারবাজি
যোগ্যরা কাজ পাবে, নেই কারসাজি।
ক্ষমতা, দাপট কেউ দেখাবে না আর
অনিয়মে ব্যবস্থা নেবে সরকার।
বিনা অপরাধে দেশে মরবে না লোক
যুদ্ধাপরাধীদের বিচারটা হোক।
শেখ মুজিবের খুনি ফাঁসিতে ঝুলুক
বাঙালি আগস্টের শোকটা ভুলুক।
জঙ্গিবাদের ঘাঁটি হবে নির্মূল
ছাত্ররা ক্যাম্পাসে করবে না ভুল।
ভাগবাটোয়ারা নিয়ে গোলাগুলি নয়
পড়াশোনা আগে, তবে হবে হবে জয়।
পেছাল ঘড়ির কাঁটা তাতে কী বা আসে
দেয়ালঘড়িটা দাঁত বের করে হাসে।
বলে ঘড়ি, ‘এসবের মানেটানে কী যে!
অন্যকে না বলিয়া বদলাই নিজে।’
নিজের দোষটা নিজে আগে শুধরাই
তারপরে অন্যের ভুলটা ধরাই
দিনবদলের হাওয়া লাগবেই দেশে
বদলাই নিজে আগে দেশ ভালোবেসে।
যোগ্যরা কাজ পাবে, নেই কারসাজি।
ক্ষমতা, দাপট কেউ দেখাবে না আর
অনিয়মে ব্যবস্থা নেবে সরকার।
বিনা অপরাধে দেশে মরবে না লোক
যুদ্ধাপরাধীদের বিচারটা হোক।
শেখ মুজিবের খুনি ফাঁসিতে ঝুলুক
বাঙালি আগস্টের শোকটা ভুলুক।
জঙ্গিবাদের ঘাঁটি হবে নির্মূল
ছাত্ররা ক্যাম্পাসে করবে না ভুল।
ভাগবাটোয়ারা নিয়ে গোলাগুলি নয়
পড়াশোনা আগে, তবে হবে হবে জয়।
পেছাল ঘড়ির কাঁটা তাতে কী বা আসে
দেয়ালঘড়িটা দাঁত বের করে হাসে।
বলে ঘড়ি, ‘এসবের মানেটানে কী যে!
অন্যকে না বলিয়া বদলাই নিজে।’
নিজের দোষটা নিজে আগে শুধরাই
তারপরে অন্যের ভুলটা ধরাই
দিনবদলের হাওয়া লাগবেই দেশে
বদলাই নিজে আগে দেশ ভালোবেসে।
No comments