ভিনদেশি রস-ভাষান্তর: আবুল হাসনাত

 মনের মানুষটিকে খুশি করতে কে না চায়! সুনীলের নায়ক প্রিয়তমার জন্য আনতে চেয়েছিলেন এক শ আটটা নীলপদ্ম। আর টম ক্রুজকে খুশি করতে কেটি হোমস খুঁজে ফিরছেন উল্কি। কিন্তু মুশকিলে পড়েছেন উল্কি আঁকাতে গিয়ে। শ খানেক প্রতিষ্ঠান কেটকে উল্কি করে দিতে চাইছে বিনামূল্যে।


এক ভক্ত তো কেটের সান্নিধ্যের আশায় রাতারাতি এক উল্কি আঁকার প্রতিষ্ঠানই খুলে বসেছেন। সর্বশেষ খবরে জানা গেছে, কেট নাকি লটারির ব্যবস্থা করছেন। যার নাম ওঠে সেখানেই যাবেন তিনি।
 মিস ভেনেজুয়েলা খেতাব অর্জন করেছিলেন ইভা সেই নয়-দশ বছর আগে। সঙ্গে অর্জন করেছিলেন নিন্দুকও। তাঁর একজন সেই সময়কার এক প্রতিযোগী। কী কারণে জানি ইভাকে তখন থেকেই দুচোখে দেখতে পারতেন না তিনি। বিয়ের পিঁড়িতে বসছেন ইভা—সম্প্রতি এমন এক খবরে বেশ হইচই পড়ে গিয়েছিল। সেটা শুনে তাঁর সেই নিন্দুক এক সাক্ষাত্কারে বলেই ফেললেন, ‘কীআশ্চর্য, আমি তো জানতামই না যে ইভা প্রেগনেন্ট।’
 স্টিভ জবসকে চেনেন তো? ওই যে অ্যাপলের সিইও। তিনি বেশ কিছু দিন আগে এক সাক্ষাত্কারে নির্দোষ এক স্বীকারোক্তি দিয়েছেন, ‘আমি যখন আমার স্ত্রীকে আদর করি তখন সে হাসতে থাকে, এমনকি সে যে বইটা পড়ছে সেটা কোনো হাসির বই না হলেও।’

No comments

Powered by Blogger.