র স কী য় র বি ষ য় কী হ বে?-কর্তৃপক্ষের কাছে সমাধান চাই

ছোট্ট একটা দেশ, কিন্তু সে দেশের কত ঘটনা! বর্তমানে দেশে এত কিছু ঘটছে যে জনগণ পুরো দিশেহারা। দেশে কিছু ঘটলেই টিভি চ্যানেলগুলো টক শোর সিরিজ শুরু করে। অথচ তারাও বুঝতে পারছে না যে কোন ঘটনার ওপর বেশি জোর দেওয়া উচিত। তাদের অবস্থা দেখে মায়াই লাগছে। তবে আমরাও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই।


চারদিকে এত ইস্যু! কোনটা নিয়ে রসকীয় লিখব, তা-ই বুঝতে পারছি না। গাহি সাম্যের গান-এর মতো সব ইস্যুই সমান। দেশে নির্বাচন হচ্ছে, এটা নিয়ে লেখা যেতে পারে। আবার বিশ্বকাপও হচ্ছে। বিশ্বকাপ নিয়ে অবশ্যই লেখা উচিত। ভাইরাস-জ্বরে ভোগার পাশাপাশি বিশ্বকাপ-জ্বরেও ভুগছে মানুষ। সেই বিশ্বকাপে মাশরাফিকে নিয়ে দুঃখে কেউ চোখের পানি ফেলছে। তার জন্য হরতাল, মিছিল, মানববন্ধন হয়ে একেবারে তুলকালাম কাণ্ড! সবকিছুর উত্তাপে শীতকালটাও ভয়ে পালাচ্ছে। আরে দূর, দেশে যে একটা নতুন বিমানবন্দর হচ্ছে, সেটাই বলতে ভুলে গেছি। এটাও তো একটা বড় খবর। ভাবতে ভালোই লাগে, একসময় বাসস্ট্যান্ডের মতো জায়গায় জায়গায় বিমানবন্দর থাকবে। আমরা বিমানে চড়ে কচুক্ষেত থেকে মতিঝিল যাব। এই রে, মতিঝিলের কথা আসতেই মনে পড়ল শেয়ারবাজারের কথা। কী যে ঝামেলা! কোনোটার গুরুত্বই তো কম নয়। কিন্তু সবগুলো নিয়ে লিখতে গেলে তো পুরো ২৪ পাতাই শেষ হয়ে যাবে। তাহলে উপায়? এবার কি রসকীয় লেখা হবে না? কর্তৃপক্ষ করছেটা কী! এত ঘটনা তারা ঘটতে দিচ্ছে কেন? আর ঘটনা যখন ঘটছেই তখন আমরা কী করব, এর সমাধানই বা দিচ্ছে না কেন! আমরা অবিলম্বে এর জবাব চাই!

No comments

Powered by Blogger.