চালচিত্র-রাজনীতির বন্ধ্যত্ব ও অভিমন্যুবধ by শুভ রহমান

রাজনীতি মানুষের চিন্তার ফসল। কল্যাণচিন্তার ফসল। অধিকারহারা, নিপীড়িত, নির্যাতিত, শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায় ও প্রতিষ্ঠার হাতিয়ার রাজনীতি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে রাজনীতির স্বাভাবিক গতি, তার বিকাশ বারবারই ব্যাহত হয়েছে, রাজনীতি কার্যত অবরুদ্ধ হয়ে একটি গণ্ডি ও আবর্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।


একনায়কতন্ত্রে, স্বৈরশাসনামলে রাজনীতির স্বাভাবিক বিকাশের পথ বোধগম্য কারণেই অবরুদ্ধ হয়ে পড়ে, প্রয়োজনের তাগিদেই গোপন রাজনীতির আশ্রয় নিতে হয় অধিকারহারা নিপীড়িত মানুষকে। কিন্তু বিস্মিত হতে হয়, আমাদের দেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার দুই দশক অতিক্রান্ত হয়ে গেছে, অথচ প্রকাশ্য গণতান্ত্রিক রাজনীতি তার স্বাভাবিক গতিপথ ফিরে পাচ্ছে না। নব্বইয়ে প্রায় এক দশকের সামরিক স্বৈরতন্ত্রের শাসন উৎখাতের পর এর দ্বিগুণ সময়েও সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশিত বিকাশ, বৃদ্ধি ও সমৃদ্ধি ঘটেনি। মাঝে দুই বছর সামরিক মদদপুষ্ট ও সামরিক শৃঙ্খলে আবদ্ধ তত্ত্বাবধায়ক সরকারের আমলে গণতান্ত্রিক রাজনীতির এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ ও প্রসার ব্যাহত হওয়ার কথা বাদ দিলেও বাকি সময়েও নানা কারণেই গণতান্ত্রিক রাজনীতির আশানুরূপ বিকাশ ঘটেনি। বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের আমলে গণতন্ত্রের বিপরীতে রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে আমলাতান্ত্রিক এবং মৌলবাদী ভাবাদর্শ ও সংকীর্ণ গোষ্ঠীস্বার্থচালিত রাজনীতিই প্রাধান্য পেয়েছে। প্রায় কোনো ক্ষেত্রেই গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের প্রকাশ ও প্রসার ঘটার সুযোগই ছিল না। সামরিক স্বৈরতন্ত্র না থাকলেও উগ্র সাম্প্রদায়িক শক্তির নিপীড়ন ও নির্যাতনের একটা ভিন্ন ধরনের গণবিরোধী ও শ্বাসরুদ্ধকর অবস্থা গণতন্ত্রের গলা চেপে ধরেছিল। সাধারণ মানুষ ভয়ংকরভাবে অবদমিতই থেকে গিয়েছিল। এরপর সামরিক শৃঙ্খলে আবদ্ধ তত্ত্বাবধায়ক ব্যবস্থায়ও সে অবদমন অব্যাহতই থেকেছে, কোনো ক্ষেত্রেই প্রকৃত গণতান্ত্রিক রাজনীতির বিকাশ ও প্রসার ঘটেনি। এরপর জনগণের বিপুল আশা-আকাঙ্ক্ষাই জয়যুক্ত হয়ে মহাজোট সরকারের অতিক্রান্ত তিনটি বছরে মানুষ সর্বতোভাবে শৃঙ্খলমুক্ত হয়ে রাজনৈতিক চিন্তাচেতনা ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে সর্বাধিক স্বাধীনতা ভোগ করবে_এটাই ছিল প্রত্যাশিত। আপাত দৃষ্টিতে সে রকম একটি মুক্ত ও উদারনৈতিক গণতন্ত্র দেশ, রাষ্ট্র, সমাজ ও প্রশাসনের সর্বত্র বিরাজ করলেও শাসক জোটের অভ্যন্তরীণ বিভিন্ন বৈরী, সংকীর্ণ স্বার্থচালিত অনিয়ন্ত্রিত ও কায়েমি স্বার্থবাদী অগণতান্ত্রিক শক্তি কিছুতেই উদারনৈতিক গণতন্ত্রের পরিবেশ ও ভিতকে শক্ত ও দৃঢ় হতে দিচ্ছে না। মহাজোটের প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী ও বিদেশি তাঁবেদার আমলাতান্ত্রিক শক্তি প্রাণপণে নানা রকম উসকানিমূলক, গণতন্ত্রবিরোধী, এমনকি রাজনীতিকেই হেয় প্রতিপন্ন করার মতো, সাধারণ মানুষের কাছে বীতশ্রদ্ধ করে তোলার মতো তৎপরতা চালাচ্ছে। হত্যা, গুম, ধর্ষণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, নিত্যপণ্যের হঠাৎ হঠাৎ মূল্যবৃদ্ধি ইত্যাদি অপতৎপরতায় লিপ্ত হয়ে তারা গণতান্ত্রিক রাজনীতিকে কলুষিত করে চলেছে। এ অবস্থার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধের ঢাল হিসেবে শাসক মহাজোটের যে আদর্শিক শক্তি, গণতন্ত্রের প্রতি যে নিবেদিতপ্রাণ ক্যাডার বাহিনী গড়ে তোলা দরকার ছিল, প্রায় শুরু থেকেই তার অভাব প্রকট হয়ে উঠেছে। শক্ত, দৃঢ় ও আপসহীনভাবে দল ও প্রশাসনকে পরিচালনার নিদারুণ ব্যর্থতাই আজ শাসক মহাজোটকে চতুর্দিক থেকে একযোগে প্রতিপক্ষ শক্তিগুলোর যুগপৎ আক্রমণের লক্ষ্যস্থলে পরিণত করেছে। এ যেন মহাকাব্যে বর্ণিত অভিমন্যুর চতুর্দিক থেকে শত্রুবেষ্টিত হয়ে পড়ার মতোই এক শোচনীয় অবস্থা হয়ে দাঁড়াচ্ছে গণতান্ত্রিক রাজনীতির শেষ ভরসাস্থল শাসক মহাজোটের। বিশ্ব ইতিহাস বিস্ময়াভিভূত বিমূঢ় চিত্তে দেখছে, এখানে আজ যেন অভিমন্যুবধের বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য অভিনীত হতে চলেছে (কুরুক্ষেত্রে অর্জুনপুত্র বীর অভিমন্যু প্রতিপক্ষের দুর্ভেদ্য চক্রবূ্যহে আটকা পড়ে অন্যায় যুদ্ধে নিহত হন)।
গণতান্ত্রিক রাজনীতির প্রত্যাশিত বর্তমান শাসনকাল যে সংক্ষিপ্ত সময়টুকু পেয়েছে, তাকে বেদনাদায়কভাবেই যথাযথভাবে কাজে লাগানো হয়নি। প্রশাসনের বিভিন্ন স্তরের গণতন্ত্রায়ণ তো হয়ইনি, তার অভ্যন্তরে ঘুণপোকার মতো রাতদিন গণতন্ত্রের সব সারবত্তা কুরে কুরে ধ্বংস করে চলা স্বাধীনতাবিরোধী, মৌলবাদী ও সংকীর্ণ স্বার্থচালিত সুবিধাবাদী গোষ্ঠীগুলোকে সময়মতো উৎখাত করা হয়নি। তারাই আজ বাইরের প্রতিপক্ষকে তাদের নেকড়েসদৃশ হিংস্র হামলা চালানোর সুযোগ করে দিচ্ছে, সাধারণ মানুষকে ঘরের ভেতর অবরুদ্ধ ও উদ্যমহীন করে রাখার মতো গণতান্ত্রিক আন্দোলনের নামে ধ্বংসাত্মক সব কার্যক্রম চালিয়ে যাওয়ার অবাধ সুযোগ করে দিচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের তথা গণতান্ত্রিক রাজনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থাকে মুক্ত করার উপায় সাধারণ মানুষকেই বের করে আনতে হবে এবং তা অতি দ্রুতই। চিন্তাচেতনার বন্ধ্যত্ব ঘুচিয়ে রাজনীতিকে এক সচল প্রাণঝড়ে পরিণত করতে হবে।
মনে রাখতে হবে, সময় দ্রুতই নিঃশেষিত হয়ে যাচ্ছে। দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র অন্ধ ও উন্মত্ত বাসনায় সর্বাত্মক নাশকতা চালাতে শুরু করেছে। দায়িত্বজ্ঞানহীনভাবে লাগাতার হরতাল দিয়ে রাষ্ট্রীয়, জাতীয় ও ব্যক্তি-সম্পদ ধ্বংস করা হচ্ছে। সচিবালয় পর্যন্ত আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় দেশপ্রেমিক তরুণ প্রজন্মসহ গণতন্ত্রকামী, প্রগতিশীল ও সব শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গণতান্ত্রিক ঐক্যকে অভিমন্যু করার ষড়যন্ত্র সর্বশক্তি দিয়ে রুখতে হবে।
আগামী বসন্তে মুক্ত ও প্রকৃত উদার গণতান্ত্রিক রাজনীতির অফুরন্ত সমৃদ্ধ সোনার ফসলে ভরে যাবে দেশের গণতান্ত্রিক প্রাঙ্গণ। বহু উত্থান-পতন, ঘাত-প্রতিঘাতের পর এ দেশের নিপীড়িত, বঞ্চিত, নির্যাতিত মেহনতি ও সাধারণ গণতন্ত্রকামী মানুষ পাবে তার বহু কাঙ্ক্ষিত অনাস্বাদিত প্রকৃত গণতন্ত্রের স্বাদ। গণতন্ত্রের শক্তিতেই এ দেশ সত্যিকার উন্নত, আধুনিক, জনকল্যাণকর রাষ্ট্রে পরিণত হয়ে স্থায়ীভাবে বিশ্বসভায় অর্জন করবে বিপুল সম্মান ও মর্যাদার আসন।
৩০.৪.২০১২

No comments

Powered by Blogger.