আহরণ
উদ্ধারকৃত রোহিঙ্গা মিয়ানমারের জলসীমায় জাহাজডুবির ঘটনায় ফলে নিমজ্জিত ৪০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। একটি ভিয়েতনামী জাহাজ তাদের উদ্ধার করে।
ইতোপূর্বে সিঙ্গাপুর সরকার তাদের আশ্রয় দিতে রাজি হয়নি। তবে মালয়েশিয়া সরকার রোহিঙ্গাদের সাময়িকভাবে আশ্রয় দিতে রাজি হয়েছে।Ñআইএইচটি, ২০ ডিসেম্বর ২০১২ অনাস্থা কেমান দ্বীপের সাংসদরা দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডাবলু ম্যাকিভা বুশের বিরুদ্ধে আলাদা প্রস্তাব এসেছে। উল্লেখ্য, এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী বুশকে দুর্ব্যবহারের জন্য গ্রেফতার করা হয়। সরকারী, বিরোধীদলীয় ও নিরপেক্ষ সাংসদরা সবাই ভোটে অংশ নেন। Ñআইএইচটি, ২০ ডিসেম্বর ২০১২
No comments