পানিসম্পদ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আজ শুরু
মানুষের জীবন, কৃষি, শিল্প, জীববৈচিত্র্যসহ সামগ্রিক পরিবেশের জন্য পানির গুরুত্ব অপরিসীম। নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা, হাওর-বাঁওড়সহ সব জলাধার রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
সে ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ, দক্ষিণ এশীয় অঞ্চল ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা জরুরি।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন) ও ডব্লিউবিবি ট্রাস্টের উদ্যোগে ‘দক্ষিণ এশীয় পানিসম্পদ: সংঘাত ও সহযোগিতা’বিষয়ক বাপা-বেন আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে আয়োজিত পদযাত্রা শেষে এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
বক্তারা সবাইকে আজ শুক্রবার দুই দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পদযাত্রার উদ্বোধন করেন বাপার সহসভাপতি ও সম্মেলনের আহ্বায়ক নজরুল ইসলাম।
বেনের আহ্বায়ক কামরুল আহসান খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের (নাসফ) চেয়ারম্যান হাফিজুর রহমান, ডব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল অ্যাডভোকেসি কর্মকর্তা মারুফ রহমান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।
No comments