জিয়াউদ্দিনকে ট্রাইব্যুনালের কারণ দর্শানোর নোটিশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের নিয়ে মন্তব্য করায় বেলজিয়ামের ব্রাসেলস প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে জিয়াউদ্দিনকে এর জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার স্বপ্রণোদিত হয়ে এই শোকজ নোটিশ জারি করেন। ট্রাইব্যুনাল আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাসে এর ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে তা গ্রহণ করে ১৪ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। আদেশে বিচারক বলেন, 'কথিত ওই স্কাইপ কথোপকথনের বিষয় আমরা এত দিন পত্র-পত্রিকায় দেখেছি। বৃহস্পতিবার মোহাম্মদ কামারুজ্জামানের পুনর্বিচারের আবেদনের শুনানিকালে আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছি। এ ঘটনার সত্য-মিথ্যা আমরা জানি না। তবে যদি এ ঘটনা ঘটে থাকে, তাহলে দেখা যাচ্ছে, আহমেদ জিয়াউদ্দিন ট্রাইব্যুনাল-২-এর বিচারপতিদের সম্পর্কে অসৌজন্যমূলক বক্তব্য রেখেছেন। এটা করার এখতিয়ার তাঁর নেই।' আদেশে বলা হয়, আহমেদ জিয়াউদ্দিন এসব কথা বলেছেন কি না এবং যদি বলে থাকেন, তাহলে কেন বলেছেন, সে বিষয়ে তাঁকে কারণ দর্শাতে হবে।
ট্রাইব্যুনাল এ আদেশের কপি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলেছেন। মন্ত্রণালয় ৭ জানুয়ারির মধ্যে এর কপি বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে পাঠাবে। দূতাবাস সেটি আহমেদ জিয়াউদ্দিনকে পাঠাবে। এর ৩০ দিনের মধ্যে অর্থাৎ ৭ ফেব্রুয়ারি দূতাবাসের মাধ্যমে কারণ দর্শাও নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশ ঘোষণার পর আসামিপক্ষের ব্যারিস্টার মুন্সী আহসান কবীর ট্রাইব্যুনালে বলেন, রাজাকাররা ১৯৭১ সালে সারা দেশের মানুষকে হত্যা করেছে। কিন্তু আহমেদ জিয়াউদ্দিন মাত্র কয়েকজনের বিচার চেয়ে শাস্তির সুপারিশ করে ৩০ লাখ শহীদের পরিবারের অনুভূতিতে আঘাত করেছেন।
পরে প্রসিকিউটর রানা দাসগুপ্ত সাংবাদিকদের বলেন, বেলজিয়ামে অবস্থানরত প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনকে ট্রাইব্যুনাল-২ শোকজ নোটিশ দিয়েছেন। কারণ তিনি ট্রাইব্যুনালের বিচারিক বিষয় ও বিচারপতিদের নিয়ে মন্তব্য ও হস্তক্ষেপ করেছেন।
ট্রাইব্যুনাল এ আদেশের কপি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলেছেন। মন্ত্রণালয় ৭ জানুয়ারির মধ্যে এর কপি বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে পাঠাবে। দূতাবাস সেটি আহমেদ জিয়াউদ্দিনকে পাঠাবে। এর ৩০ দিনের মধ্যে অর্থাৎ ৭ ফেব্রুয়ারি দূতাবাসের মাধ্যমে কারণ দর্শাও নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশ ঘোষণার পর আসামিপক্ষের ব্যারিস্টার মুন্সী আহসান কবীর ট্রাইব্যুনালে বলেন, রাজাকাররা ১৯৭১ সালে সারা দেশের মানুষকে হত্যা করেছে। কিন্তু আহমেদ জিয়াউদ্দিন মাত্র কয়েকজনের বিচার চেয়ে শাস্তির সুপারিশ করে ৩০ লাখ শহীদের পরিবারের অনুভূতিতে আঘাত করেছেন।
পরে প্রসিকিউটর রানা দাসগুপ্ত সাংবাদিকদের বলেন, বেলজিয়ামে অবস্থানরত প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনকে ট্রাইব্যুনাল-২ শোকজ নোটিশ দিয়েছেন। কারণ তিনি ট্রাইব্যুনালের বিচারিক বিষয় ও বিচারপতিদের নিয়ে মন্তব্য ও হস্তক্ষেপ করেছেন।
No comments