বিমাপ্রতিষ্ঠান মিউনিখ রের প্রতিবেদন-২০১২ সালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি ১৬ হাজার কোটি ডলার
প্রাকৃতিক দুর্যোগে ২০১২ সালে বিশ্বে ১৬ হাজার কোটি ডলারের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জার্মানি-ভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় বিমাপ্রতিষ্ঠান মিউনিখ রে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০১১ সালের চেয়ে ২০১২ সালে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে জাপানে ভয়াবহ ভূমিকম্পের কারণে বিশ্বে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৪০ হাজার কোটি ডলার। ২০১২ সালে প্রাকৃতিক বিপর্যয়ে গৃহহীন হয় সাড়ে ৯ হাজার মানুষ। যা ২০১১ সালে ছিল ২৭ হাজার ২০০। যুক্তরাষ্ট্রের আঘাত হানা প্রলয়ঙ্করী ঝড় স্যান্ডিকে সবচেয়ে বড় বিপর্যয় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে মোট ক্ষয়ক্ষতির মধ্যে যুক্তরাষ্ট্রেরই ৬৭ শতাংশ। স্যান্ডির আঘাতে দেশটির আড়াই হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে। প্রতিবেদনে দ্বিতীয় সর্বোচ্চ বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন অনাবৃষ্টিকে। যার কারণে দেশটির প্রায় দুই হাজার কোটি ডলার মূল্যের ফসল ক্ষতিগ্রস্ত হয়। মিউনিখ রে প্রধান পিটার হোউপি বলেন, 'স্যান্ডি এবং অনাবৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে আমাদের ভবিষ্যতে আরো যুদ্ধ করতে হতে পারে।' এ ধরনের বিপর্যয়ের প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। যা কারো একার পক্ষে প্রতিহত করা সম্ভব নয়। সূত্র : এএফপি।
No comments