বাড়ি থেকে উচ্ছেদ লিন্ডসে!
ভাড়ার টাকা দিতে না পারায় বাড়ি থেকে উচ্ছেদ হতে হয়েছে হলিউডের তারকা অভিনেত্রী লিন্ডসে লোহানকে। বেভারলি হিলসে মাসিক ৮ হাজার মার্কিন ডলার ভাড়ার একটি বাড়িতে বসবাস করতেন তিনি। খবর এনডিটিভির।
নিদারুণ অর্থকষ্টে পড়েছেন হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহান। তাঁর অবস্থা এতটাই শোচনীয় যে, রিহ্যাব বা মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে কেন্দ্রে ভর্তি হওয়ার মতো অবস্থাও তাঁর নেই। মাদক সেবন আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন হলিউডের প্রবলেম সেলিব্রিটি বা অঘটনঘটনপটীয়সী তকমা পাওয়া লিন্ডসে লোহান। এখন পর্যন্ত পাঁচ-পাঁচবার রিহ্যাব বা মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে চিকিত্সা নিতে হয়েছে তাঁকে।সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, ইদানীং মাত্রাতিরিক্ত মদ্যপান করছেন এই ‘মিন গার্লস’ তারকা। গত বছরের ২৯ নভেম্বর নৈশ ক্লাবে এক নারীর গায়ে হাত তোলায় গ্রেপ্তার হন লিন্ডসে। এর পরপরই খবর রটে, তিনি প্রতিদিন গড়ে প্রায় দুই বোতল ভদকা পান করছেন। এ মাদকাসক্তি ঠেকাতে প্রয়োজনীয় চিকিত্সা করানোর মতো অর্থও তাঁর নেই। দেনায় ডুবে আছেন তিনি। আর এ দেনার জন্য তাঁকে শেষপর্যন্ত ভাড়া বাড়িটিও ছাড়তে হল।
No comments