'বিজ্ঞান ও প্রযুক্তিতে সেরা পাঁচে থাকবে ভারত'
ভারত আগামী সাত বছরের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকা সেরা পাঁচ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে। প্রধানমন্ত্রী মনমোহন সিং এ আশা ব্যক্ত করেন।
গতকাল বৃহস্পতিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভারতের শততম বিজ্ঞান কংগ্রেস আয়োজিত অনুষ্ঠানে সভাপতির ভাষণে মনমোহন সিং বলেন, ২০২০ সালের মধ্যে ভারত সেরা পাঁচ দেশের একটি হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য থেকে কৃষি, গ্রামোন্ন্নয়ন থেকে মহাকাশ গবেষণায় কাজ করে যাচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে পশ্চিমবঙ্গের বিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে স্যার জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফল্ল চন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসুসহ রাজ্যের অন্য গুণী বিজ্ঞানীদের কথা স্মরণ করেন তিনি। মনমোহন বলেন, ভারতের ৬৫ শতাংশ মানুষই গ্রামাঞ্চলে বসবাস করে। ফলে সেখানে উন্নয়ন করতে হবে। বিজ্ঞানের সাহায্যে দেশের সামগ্রিক উন্নয়ন করতে হবে। ১২তম জাতীয় পরিকল্পনায় বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে, তাও বিস্তারিত তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে পশ্চিমবঙ্গের বিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে স্যার জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফল্ল চন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসুসহ রাজ্যের অন্য গুণী বিজ্ঞানীদের কথা স্মরণ করেন তিনি। মনমোহন বলেন, ভারতের ৬৫ শতাংশ মানুষই গ্রামাঞ্চলে বসবাস করে। ফলে সেখানে উন্নয়ন করতে হবে। বিজ্ঞানের সাহায্যে দেশের সামগ্রিক উন্নয়ন করতে হবে। ১২তম জাতীয় পরিকল্পনায় বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে, তাও বিস্তারিত তুলে ধরেন তিনি।
No comments