নতুন গ্রহের প্রথম ছবি
মহাজাগতিক ধূলিকণা, ধ্বংসাবশেষ আর দূরবর্তী নক্ষত্রের আশপাশে ছড়িয়ে থাকা গ্যাসের সমন্বয়ে গঠিত হচ্ছে নতুন একটি গ্রহ। সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উঁচুতে চিলির আন্দিজ পর্বতে স্থাপিত তেজস্ক্রিয় দূরবীক্ষণযন্ত্রে (রেডিও টেলিস্কোপ) তোলা হয়েছে গ্রহটির প্রথম ছবি।
এতে দেখা যাচ্ছে, গ্যাসের দুটি প্রবাহ এইচডি ১৪২৫২৭ নামক নক্ষত্রের চারপাশের মহাজাগতিক বস্তুকণাগুলোকে সংযুক্ত করছে। পৃথিবী থেকে নক্ষত্রটির দূরত্ব ৪৫০ আলোকবর্ষ। নেচার সাময়িকীতে প্রকাশিত এই ছবি নক্ষত্রের গঠনপ্রক্রিয়া সম্পর্কে কঠিন ধাঁধার সমাধান দিয়েছে বলে বিজ্ঞানীরা মনে করছেন। ইনডিপেনডেন্ট।
No comments