সম্পাদক সমীপে

টালি শিল্প উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী শিল্পের নাম টালি শিল্প। এই শিল্প আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে এর এমন হাল।
যথাযথ প্রণোদনার মাধ্যমে গুরুত্বপূর্ণ এই শিল্পকে বাঁচিয়ে রাখা উচিত। টালি এদেশের গ্রামগঞ্জের মানুষের গৃহনির্মাণে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে।
গৃহনির্মাণে ইট ও টিনের ব্যবহার বৃদ্ধি পেলেও টালির প্রয়োজন ও গুরুত্ব কমেনি। কিন্তু টালি তৈরির কারিগরদের আর্থিক সীমাবদ্ধতা ও সমসাময়িক কম চাহিদার কারণে টালির উৎপাদন টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। কিন্তু টালি আমাদের জন্য পরিবেশবান্ধব। রান্নাঘরের ধোঁয়ার কারণে টিনের চেয়ে টালিই বেশি উপযুক্ত। এর ব্যবহার সাশ্রয়ী। প্রয়োজনীয় ঋণ প্রদানের পাশাপাশি টালি কারিগরদের সহায়তা দিলে এই শিল্প মাথা তুলে দাঁড়াতে পারে।


জাহেদুর রহমান ইকবাল
পুরানা পল্টন, ঢাকা

No comments

Powered by Blogger.