চলচ্চিত্রের গানে ইমরানের সংগীত পরিচালনায় কনা
চ্যানেল আই-সেরাকণ্ঠ বিজয়ী ইমরানের সংগীত পরিচালনায় প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। চলচ্চিত্রের নাম ‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’।
ইমরান বলেন, ‘আমি এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেও সম্প্রতি চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনা করছি। চলচ্চিত্রটির জন্য পার্শ্ববর্তী দেশের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ধাঁচের রোমান্টিক গান নির্মাণ করেছি। গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কনা।’কনা বলেন, ‘বরাবরই আমি একটু ভিন্ন ধরনের গানে কণ্ঠ দিতে বেশি আগ্রহী। তেমনি ভিন্ন ধরনের একটি গান এটি। ইমরান ভালোই মিউজিক করেছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’
জানা গেছে, বিশ্ব ভালোবাসা দিবসে চলচ্চিত্রটির অডিও অ্যালবাম প্রকাশিত হবে।
No comments