জামায়াত নেতা তাহেরের মুক্তি দাবিতে রবিবার কুমিল্লায় হরতাল আহ্বান
চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে আগামী রবিবার জেলা জামায়াত কুমিল্লায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে।
এছাড়াও সংবাদ সম্মেলনে শুক্রবার কুমিল্লা জেলাব্যাপী দোয়া দিবস ও শনিবার হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী ঘোষণা করা হয়।বৃহস্পতিবার বিকেলে জামায়াতের কুমিল্লা জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দক্ষিণ জেলা জামায়াতের আমীর আবদুস সাত্তার বলেন, অবিলম্বে ডাঃ তাহেরসহ নেতৃবৃন্দকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাস্টার আমিনুল হক, শিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি ইসরাইল মজুমদার, মহানগর সভাপতি কামারুজ্জামান সোহেল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শাহ মু. মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক মু. বেলাল হোসাইন, দক্ষিণ জেলা শিবিরের অর্থ সম্পাদক আমজাদ হোসাইন রুমন প্রমুখ।
No comments