মিয়াঁদাদের ভারত সফর বাতিল
ভারত-পাকিস্তান ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার। ম্যাচটি উপভোগ করতে কাল শনিবার ভারতে যাওয়ার কথা ছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের। তবে তাঁর ভিসা অনুমোদন নিয়ে সৃষ্ট বিতর্কের পরিপ্রেক্ষিতে সফরটি বাতিল করেছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার এনডিটিভি এ খবর জানিয়েছে।
অপরাধ জগতের ‘ডন’ দাউদ ইব্রাহিমের সঙ্গে আত্মীয়তা থাকার কারণে মিয়াঁদাদের ভিসা অনুমোদন নিয়ে প্রশ্ন তোলেন ভারতের বেশ কয়েকজন রাজনীতিক। উল্লেখ্য,২০০৫ সালে দাউদের মেয়ে মাহরুখকে বিয়ে করেন মিয়াঁদাদের ছেলে জুনায়েদ।১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় ২৫০-এর বেশি লোক নিহত হয়, আহত হয় ৭০০-এর বেশি। ভারতের অভিযোগ, দাউদ ইব্রাহিমের নির্দেশেই এ হামলা হয়।
মিয়াঁদাদকে ভিসা দেওয়ায় সৃষ্ট বিতর্কের পরিপ্রেক্ষিতে গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেন, ‘এটা সরকারের সিদ্ধান্ত। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করতে পারি না, নিজেদেরও দোষ দিতে পারি না। কী বিবেচনায় তাঁকে (মিয়াঁদাদ) ভিসা দেওয়া হলো না, এটা সরকারের অভ্যন্তরীণ ব্যাপার।’
সালমান খুরশিদের এই বক্তব্যের ব্যাপারে অবশ্য তাঁর দলেরই অনেক নেতার ভিন্নমত রয়েছে। কংগ্রেসদলীয় সাংসদ জাগদাম্বিকা পাল বলেন, ‘আমরা এখনো দাউদ ইব্রাহিমকে মোস্ট ওয়ান্টেড হিসেবে বিবেচনা করি। তাঁকে আমাদের কাছে ফেরত দিতে পাকিস্তানকে বলেছি। এ অবস্থায় দাউদের একজন আত্মীয়কে ভিসা দেওয়া ভারতীয়দের অনুভূতিতে আঘাত হানবে।’
বিজেপির মুখপাত্র মুখতার আব্বাস নাকভির ভাষ্য, ‘দেশের ভেতরে কে প্রবেশ করছে, এ ব্যাপারে সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোকে সজাগ থাকতে হবে।’
২০১১ সালের মার্চে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান বিশ্বকাপ সেমিফাইনালের আগেও মিয়াঁদাদ ভিসা পেয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করেন তিনি।
No comments