মেরামত কাজ শুরু আজ মেঘনা ও গোমতী সেতু ৪ দিন বন্ধ থাকবে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর হিঞ্জ বিয়ারিং ও এক্সপানশন জয়েন্ট স্থায়ীভাবে মেরামত কাজের জন্য তিন দফায় ১৬ দিন সেতু দুটি বন্ধ থাকবে।
এজন্য শুক্রবার সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত টানা ৪ দিন সেতু দুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে এবং ফেব্রুয়ারি ও মার্চে দ্বিতীয় দফায় ১২ দিনসহ তিন দফায় মোট ১৬ দিন সেতু দিয়ে সকল যান চলাচল বন্ধ থাকবে। এ সময় কুমিল্লা-ময়নামতি-ব্রাহ্মণবাড়িয়া-ভৈরব-নরসিংদী বিকল্প সড়কে ঢাকা-চট্টগ্রামে যান চলাচল করবে।স্থায়ীভাবে মেরামত কাজ সম্পন্ন হলে ভূ-কম্পন প্রতিরোধ ক্ষমতাসহ সেতু দুটি ১০ বছর ব্যবহার উপযোগী রাখা সম্ভব হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টায় ঢাকা অঞ্চলের কাঁচপুর পয়েন্ট ও চট্টগ্রাম অঞ্চলের কুমিল্লা ময়নামতি পয়েন্ট থেকে ভোর ৪টায় বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দেয়া হবে।
No comments