অস্ট্রেলিয়া ৪৮ রানে এগিয়ে
সিডনি টেস্টে ভালো অবস্থায় আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে অসিদের সংগ্রহ ৬ উইকেটে ৩৪২ রান। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত ৪৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। হাতে রয়েছে আরও চারটি উইকেট।
গতকাল প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২৯৪ রানে অলআউট হওয়ার পর দিনের খেলা শেষ হয়। আজ ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। অসিদের ইনিংসের শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। দলীয় ৩৬ রানে পতন ঘটে এড কোয়ানের (৪) উইকেট। তবে দ্বিতীয় উইকেটে ১৩০ রান এনে দেন ডেভিড ওয়ার্নার ও ফিল হিউজেস। উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ার্নার আউট হন ব্যক্তিগত ৮৫ রানে। হিউজেস করেন ৮৭ রান।দুর্দান্ত খেলেছেন অধিনায়ক মাইকেল ক্লার্কও। তিনি সাজঘরে ফেরেন ৫০ রান করে। দিনের খেলা শেষ হওয়ার সময় ম্যাথু ওয়েড ৪৭ ও পিটার সিডল ১৬ রানে অপরাজিত ছিলেন।
আজ শ্রীলঙ্কার সফলতম বোলার রঙ্গনা হেরাথ। ৬৯ রানের বিনিময়ে তাঁর শিকার দুটি উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নেন নুয়ান প্রদীপ ও তিলকরত্নে দিলশান।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৯৪/১০
থিরিমান্নে ৯১, জয়াবর্ধনে ৭২
বার্ড ৪/৪১, স্টার্ক ৩/৭১
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৪২/৬
(দ্বিতীয় দিনের খেলা শেষে)
হিউজেস ৮৭, ওয়ার্নার ৮৫
হেরাথ ২/৬৯
টস: অস্ট্রেলিয়া।
সূত্র: ক্রিকইনফো।
No comments