ভুলে ভরা চলচ্চিত্র!
চলচ্চিত্রের একটি দৃশ্যে দেখা যাচ্ছে, নায়ক বৃষ্টিতে ভিজে গেছেন, আবার সেই দৃশ্যেই তাঁর গায়ের পোশাকটি রীতিমতো শুকনো দেখাচ্ছে! দৃশ্য চিত্রায়ণের এ রকম ভুল প্রায়ই চোখে পড়ে।
২০১২ সালে হলিউডে যেসব চলচ্চিত্রের দৃশ্যায়নে ভুল ধরা পড়েছে, সম্প্রতি সেগুলোর একটি তালিকা প্রকাশ করেছে মুভিমিসটেকস ডটকম নামের একটি ওয়েবসাইট। এ তালিকায় সর্বোচ্চ ৬৩টি ভুল দৃশ্যায়ন নিয়ে শীর্ষস্থান দখল করেছে ‘মেন ইন ব্ল্যাক ৩’। দ্বিতীয় অবস্থানটি বন্ড সিরিজের সর্বশেষ চলচ্চিত্র ‘স্কাইফল’-এর। এ চলচ্চিত্রে ৩৫টি ভুল দৃশ্য রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে দ্য ‘অ্যামাজিং স্পাইডারম্যান’। এ চলচ্চিত্রে ২৪টি ভুল দৃশ্য রয়েছে।চলচ্চিত্রভক্তদের ই-মেইলের ওপর ভিত্তি করে চলচ্চিত্রের ভুল দৃশ্যগুলো নির্ধারণ করেছে মুভিমিসটেকস ডটকম।
চলচ্চিত্র-সমালোচকেরা বলছেন, বন্ড সিরিজের ছবির দৃশ্যায়নে ৩৫টি ভুল ধরা পড়েছে। কোথাও একই দৃশ্যের মধ্যেই বন্ডকে চশমা পরা ও চশমা ছাড়া অবস্থায় দেখা গেছে। কোথাও ভিজে যাওয়ার পরপরই একই দৃশ্যে তাঁর পরনের পোশাকটি শুকনো দেখানো হয়েছে।
No comments