চোখের দৃষ্টি দিয়ে
পিসিতে ব্যবহারের জন্য তৈরি বিশ্বের প্রথম আই-ট্র্যাকিং প্রযুক্তি পণ্য বাজারে আসছে এ বছরই। আর এটি বাজারে আনছে ‘টোবি’। চোখ দিয়ে উইন্ডোজ ৮ পিসিতে ট্যাব পরিবর্তন বা স্ক্রলিংয়ের উপযোগী আই-ট্র্যাকিং টেকনোলজির উত্থান হয়েছে কয়েক বছর আগেই।
আই-ট্র্যাকিং প্রযুক্তি বিষয়ে প্রথমদিকে কাজ শুরু করেছিল টোবি। তারা ক্রেতাদের জন্য এ বছরই বাজারে আনছে নতুন আই-ট্র্যাকিং ডিভাইস ‘রেক্স’। এই প্রযুক্তি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের পিসিতে ব্যবহার করা যাবে। টোবি জানিয়েছে, তাদের তৈরি রেক্স ডিভাইস যুক্ত থাকবে ডেস্কটপ এবং ল্যাপটপের মনিটরের নিচে। ইউএসবি পোর্ট দিয়ে ডিভাইসের সঙ্গে পিসির সংযোগ স্থাপন করতে হবে। ডিভাইসটি চালাতে প্রয়োজন হবে ‘টোবি গেজ’ সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্য নিয়ে মনিটরের সামনে বসা ব্যক্তির চোখের নড়াচড়ার প্রতি লক্ষ্য রাখবে রেক্স ডিভাইস। আর এই ডিভাইসের সাহায্যেই ব্যবহারকারীরা শুধু চোখের দৃষ্টি দিয়ে উইন্ডোজ ৮ পিসিতে ট্যাব পরিবর্তন বা স্ক্রলিংয়ের কাজ করতে পারবেন। প্রাথমিকভাবে টোবি এই রেক্স ডিভাইস তৈরি করবে পাঁচ হাজার। দাম কত তা এখনও জানায়নি তারা। তবে এর বিশেষ সংস্করণ পাওয়া যাবে ৯শ’ ৯৫ মার্কিন ডলারে।সূত্র : সিনেট এশিয়া অনলাইন।
No comments