বিপ্লবের স্ত্রীকে দুই লাখ টাকার চেক হস্তান্তর
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ফটোসাংবাদিক কাজী বিপ্লবের স্ত্রী শারমীন সুলতানার কাছে দুই লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হোসেন এবং কাজী বিপ্লবের বড় ভাই ফিরোজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিক কল্যাণ তহবিল থেকে এ অর্থ দেওয়া হয়।ফটোসাংবাদিক কাজী বিপ্লব গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর মহাখালীতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তথ্য বিবরণী।
No comments