‘বেসরকারি টিভি চ্যানেলের জন্য নীতিমালা হচ্ছে’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর জন্য একটি নীতিমালা হচ্ছে। এখন খসড়া তৈরির কাজ চলছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই নীতিমালা চূড়ান্ত করা হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের সঙ্গে আলোচনা করেই এ নীতিমালার খসড়া তৈরি করা হবে। নীতিমালা একতরফা নয়, অংশীদারির ভিত্তিতে হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
নীতিমালার খসড়া তৈরির পর সেটি উন্মুক্ত করে দিয়ে সবার মতামত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এরপর আলোচনা করে নীতিমালা চূড়ান্ত করা হবে।
টেলিভিশন মালিকদের পক্ষে ওই সংগঠনের সভাপতি এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালু বলেন, ‘আমরাও বেসরকারি টেলিভিশন চ্যানেলের নীতিমালার বিরোধী নই। তবে আমরা চাইব এটা আলোচনার ভিত্তিতে হোক।’
সংগঠনের সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, গণতন্ত্রের স্বার্থেই এ নীতিমালা করা উচিত।
মন্ত্রী বলেন, বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের সঙ্গে আলোচনা করেই এ নীতিমালার খসড়া তৈরি করা হবে। নীতিমালা একতরফা নয়, অংশীদারির ভিত্তিতে হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
নীতিমালার খসড়া তৈরির পর সেটি উন্মুক্ত করে দিয়ে সবার মতামত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এরপর আলোচনা করে নীতিমালা চূড়ান্ত করা হবে।
টেলিভিশন মালিকদের পক্ষে ওই সংগঠনের সভাপতি এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালু বলেন, ‘আমরাও বেসরকারি টেলিভিশন চ্যানেলের নীতিমালার বিরোধী নই। তবে আমরা চাইব এটা আলোচনার ভিত্তিতে হোক।’
সংগঠনের সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, গণতন্ত্রের স্বার্থেই এ নীতিমালা করা উচিত।
No comments