নৈতিকতা দিবস পালিত
এথিকস ক্লাব বাংলাদেশ ১ জানুয়ারি এথিকস ডে (নৈতিকতা দিবস) পালন করে। ওই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়।
ক্লাবের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন। তিনি বলেন, ১ জানুয়ারিকে বিশ্ব নৈতিকতা দিবস হিসেবে জাতিসংঘে উপস্থাপনের জন্য সরকারের কাছে আবেদন করা হবে।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম ই চৌধুরী শামীমের সঞ্চালনায় ঘোষণাপত্র পাঠ করেন ক্লাবের প্রধান নির্বাহী পরিচালক দিলারা এ খান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিনের অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, অস্ট্রেলিয়া-প্রবাসী কামরুল হাসান, রতন সিদ্দিকী ও গুলশান স্পিনিং মিলসের প্রধান নির্বাহী সিরাজউদ্দিন আহমেদ। পরে মিতা হক সংগীত পরিবেশন করেন। এ ছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টিয়ার্স ইজ নট ইনাফ এবং মঞ্চনাটক চক্রব্যুহ প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি।
No comments