সত্যিকারের সবজান্তা-বিবিধ
মানুষ গড়ে তার জীবনের তিন বছর বাথরুমে কাটায় মোনালিসার ভ্রু নেই চোরাবালিতে গাধা ডুবে যায়, কিন্তু খচ্চর ডোবে না ভালোবাসার মানুষটির দিকে তাকালে আপনার চোখের মণি প্রসারিত হয়। একই ঘটনা ঘটে, যখন আপনি এমন কারও দিকে তাকান, যাকে আপনি প্রচণ্ড ঘৃণা করেন!
কেউ জানে না, আইনস্টাইন মৃত্যুর আগে শেষ কী বলেছিলেন। তিনি কিছু জার্মান শব্দ উচ্চারণ করেছিলেন, কিন্তু তাঁর পাশে দাঁড়ানো সেবিকা (নার্স) কেবল ইংরেজিই বুঝতেন!
বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই, কনুইতে যত জোরেই চিমটি কাটা হোক না কেন, ব্যথা হয় না!
আপনি যদি কারও দিকে তাকিয়ে নিঃশব্দে ‘কালারফুল’ শব্দটি উচ্চারণ করেন, আপনার মুখভঙ্গি দেখে মনে হবে, আপনি তাকে ‘আই লাভ ইউ’ বলছেন!
টেলিভিশন দেখার চেয়ে ঘুমানোর পেছনে বেশি ক্যালরি খরচ হয়!
ফান ফ্যাক্টস অবলম্বনে
বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই, কনুইতে যত জোরেই চিমটি কাটা হোক না কেন, ব্যথা হয় না!
আপনি যদি কারও দিকে তাকিয়ে নিঃশব্দে ‘কালারফুল’ শব্দটি উচ্চারণ করেন, আপনার মুখভঙ্গি দেখে মনে হবে, আপনি তাকে ‘আই লাভ ইউ’ বলছেন!
টেলিভিশন দেখার চেয়ে ঘুমানোর পেছনে বেশি ক্যালরি খরচ হয়!
ফান ফ্যাক্টস অবলম্বনে
No comments