বিআইডবি্লউটিএর শূন্য পদ স্থায়ী করুন by মোঃ শামীম খান
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিআইডবি্লউটিএতে শূন্য পদের বিপরীতে ১৯৯৯ ও ২০০০ সালে বিভিন্ন পদে ৩২৫ জনের অস্থায়ীভাবে নিয়োগ হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর আমাদের চাকরি আর স্থায়ী করা হয়নি।
বর্তমানে আমরা ৩১৭ জন কর্মচারী জীবনধারণের জন্য নতুনভাবে স্বপ্ন দেখছি। তৎকালীন চেয়ারম্যান আবদুল মান্নান হাওলাদার থাকাকালীন আমাদের স্থায়ী করার লক্ষ্যে সংস্থাপন, অর্থ ও নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক ১৭১টি পদের অনুমোদন প্রদান করেন। বাকি পদগুলো বিআইডবি্লউটিএ কর্তৃপক্ষের সমমানের শূন্যপদ হতে পূরণের সুপারিশ করেন। সে লক্ষ্যে কর্তৃপক্ষ যাচাই-বাছাই কমিটি গঠন করেন এবং কর্তৃপক্ষের বোর্ড সভায় সিদ্ধান্ত গ্রহণ করেন। এখন পর্যন্ত আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। নৌপরিবহন মন্ত্রী মহোদয়ের শরণাপন্ন হলেও ভাগ্যের পরিবর্তন ঘটেনি। বর্তমান সরকার দেশের নৌপথের উন্নয়ন এবং নৌ-যোগাযোগকে সচল রাখার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকাসহ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন। সে সময় আমাদের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে আপনার সাহায্য প্রার্থনা করছি। আমরা (বিআইডবি্লউটিএ) অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দিনরাত দায়িত্ব পালন করে আসছি। আপনি প্রতিটি পরিবারে একজন করে চাকরি প্রদানের আশ্বাস প্রদান করেছেন। অথচ আমাদের চাকরি হারানোর মতো অবস্থা দেখা দিয়েছে। চাকরি স্থায়ীকরণের পরিবর্তে এখন চাকরি হারানোর আতঙ্কে দিনযাপন করছি। দীর্ঘ ১৩টি বছর আমরা প্রতিষ্ঠানের সম্পদ রক্ষার্থে ঝড়-বৃষ্টিতে জীবনের ঝুঁকি নিয়ে পরিশ্রম করে যাচ্ছি। বয়স বৃদ্ধি পাওয়ায় অন্যত্র চাকরি পাওয়ার আর কোনো সুযোগ নেই আমাদের। তাই অনুমোদিত শূন্য পদে অনুকূলে স্থায়ীভাবে নিয়োগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে অসহায় গরিব-দুঃখী কর্মচারী ও তাদের পরিবারের পক্ষ থেকে আমাদের স্থায়ীকরণের জন্য আবেদন জানাচ্ছি।
ৎ বিআইডবি্লউটিএ কর্মরত
৩১৭ জন শূন্য পদ কর্মচারীর পক্ষে
ৎ বিআইডবি্লউটিএ কর্মরত
৩১৭ জন শূন্য পদ কর্মচারীর পক্ষে
No comments