চাকরি খুঁজছেন?

চট্টগ্রাম পানি নিষ্কাশন ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ কম্পিউটার প্রোগ্রামার: পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত, পরিসংখ্যান, বাণিজ্য, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসনে মাস্টার্স অথবা প্রকৌশলে বিএসসি। সহকারী প্রকৌশলী (সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, মেকানিক্যাল): সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক।


উপসহকারী প্রকৌশলী (সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল): সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। শেষ তারিখ: ২৪ মে। ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম পানি নিষ্কাশন ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ, ওয়াসা ভবন, দামপাড়া, চট্টগ্রাম। সূত্র: ১ মে, ডেইলি স্টার। পৃ. ২১
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
প্রজেক্ট অফিসার: প্রাণ রসায়ন ও অনুপ্রাণ অথবা বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক।
সায়েন্টিফিক অফিসার: এমবিবিএস/বিডিএস অথবা প্রাণ রসায়নে স্নাতক। অ্যাকাউন্ট্যান্ট: বিবিএ/বিকম (অনার্স/পাস)। শেষ তারিখ: ৩১ মে। ঠিকানা: সাব-প্রজেক্ট ম্যানেজার, বেসিক চিকিৎসাবিজ্ঞান অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা। সূত্র: ৯ মে, ইত্তেফাক। পৃ. ১৬
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড
ম্যানেজার (আর অ্যান্ড ডি): এম. ফার্মা/কেমিস্ট্রিতে এমএসসি/ অনার্স। ডেপুটি ম্যানেজার (আর অ্যান্ড ডি): এম. ফার্মা/ কেমিস্ট্রিতে এমএসসি/অনার্স। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আর অ্যান্ড ডি): এম. ফার্মা/কেমিস্ট্রিতে এমএসসি/অনার্স। এক্সিকিউটিভ (কিউসি-মাইক্রোবায়োলজিস্ট): মাইক্রোবায়োলজিতে এমএসসি/বিএসসি (অনার্স)। শেষ তারিখ: ১৯ মে। ঠিকানা: হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড, বাড়ি-৪১, রোড-১০/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯। সূত্র: ১০ মে, ইত্তেফাক। পৃ. ৪

No comments

Powered by Blogger.