রবীন্দ্র কুইজ প্রতিযোগিতা by মাসুকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার উদ্যোগে রবীন্দ্র কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা তিনটায় তোফায়েল আজম কিন্ডারগার্টেনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কুইজ প্রতিযোগিতার পরীক্ষা পরিচালনা করেন প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা শাহাদৎ হোসেন।


পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করেন বন্ধুসভার আহ্বায়ক শাহীন মৃধা, যুগ্ম আহ্বায়ক মোস্তফা আল মামুন, শাহনাজ জাহান, সদস্যসচিব রীতা শীল মুমু, বন্ধু নাহিদ কবির, মাসুক হূদয়, মাইনুদ্দিন রুবেল, পলাশ বণিক, নাজনীন সুলতানা শাওন, মহিবুর রহমান, মো. তানভীর ও শফিউল্লাহ খান।
পরে বিকেল সাড়ে চারটায় প্রতিযোগিতায় বিজয়ী তিনজনের নাম ঘোষণা করা হয়। বিজয়ী তিনজনই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্রী। তাঁদের মধ্যে প্রথম হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের সুমি বেগম, দ্বিতীয় হয়েছেন ব্যবস্থাপনা তৃতীয় বর্ষের ইলমুল জাহান আঁখি, হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের লাইলী আক্তার। পরে বিজয়ী তিনজনের হাতে পুরস্কার হিসেবে রবীন্দ্রনাথের বই তুলে দেন বন্ধুসভার আহ্বায়ক শাহীন মৃধা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজনীন সুলতানা শাওন।
 ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা

No comments

Powered by Blogger.