পপগুরু আজম খান-পথিকৃতের প্রস্থান

পপ বা জনপ্রিয় ধারার সঙ্গীতাঙ্গনেই শুধু নয়, অথবা শুধু নয় শিল্প-সঙ্গীত জগতের পরিসরেও_ তার পরিচয় ও গ্রহণযোগ্যতা আরও ব্যাপক ও বিস্তৃত। স্বাধীনতা-পরবর্তী তরুণ প্রজন্মগুলোর কাছে তার পরিচয় 'গুরু'। কর্মক্ষেত্রে পালন করেছিলেন গুরু অর্থাৎ শিক্ষক ও পথিকৃতের ভূমিকা। মুক্তিযুদ্ধে ছিলেন সশস্ত্র সম্মুখযোদ্ধা।


দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য আমৃত্যু তৎপর ছিলেন। কোনো প্রলোভন তাকে টলাতে পারেনি, কোনো অলীক সমৃদ্ধির স্বপ্ন তাকে কিনতে পারেনি। জীবনের সহজ-সরল আদর্শের কারণেও তিনি ছিলেন অনুসরণীয় ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধ থেকে ফিরে গঠন করেছিলেন 'উচ্চারণ' নামের ব্যান্ড সঙ্গীতের দল। স্বাধীন দেশে তরুণদের কণ্ঠে যে কথা উচ্চস্বরে ধ্বনিত হতে চেয়েছে, যে ভাবনা তরুণদের প্লাবিত করতে চেয়েছে_ তাতে বাণী ও সুর দিয়েছিলেন। আমাদের আশা-আকাঙ্ক্ষা, অপ্রাপ্তি ও বেদনা তার কণ্ঠে এক অভিনব রূপে হাজির হয়েছে আমাদের সামনে। দরদি কণ্ঠে, নিজস্ব গায়কি ও পরিবেশনার মধ্য দিয়ে নতুন দেশে তারই প্রচেষ্টায় রক বা ব্যান্ডসঙ্গীতের ধারাটি প্রতিষ্ঠা পেয়েছিল। বাংলা গানের এ ধারাটিকে সমৃদ্ধ করতে সংগঠিত করেছেন নিজের প্রজন্মের শিল্পীদের, শিখিয়েছেন পরবর্তী প্রজন্মের গায়কদের। সঙ্গীত জীবনের শুরুতে পেয়েছিলেন বিপুল গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা। তার জনপ্রিয়তার কারণেই নতুন ধারার সঙ্গীতকে খুব বেশি বাধা ও কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হয়নি। এদেশে তিনিই সম্ভব করে তুলেছেন হাজারো উন্মাতাল তরুণের উপস্থিতিতে সরাসরি রকসঙ্গীত পরিবেশনের ধারা। ব্যান্ডসঙ্গীতে পরবর্তী প্রজন্মের গায়কদের পথচলা ও অগ্রযাত্রা সহজ হয়েছে তার কারণে। শুধু শেখানো নয়, পৃষ্ঠপোষকতা দিয়ে পরবর্তীকালের গায়কদের অগ্রযাত্রাকে সহজ করে তুলেছেন। ব্যান্ডসঙ্গীতের গুরু, পপসম্রাট হিসেবে আখ্যায়িত আজম খান রোববার চলে গেলেন পৃথিবী ছেড়ে। তার এই প্রস্থান সঙ্গীতপ্রিয় প্রতিটি মানুষকে শোকাহত ও বেদনাবিদ্ধ করেছে। সবার সঙ্গে মিলে আমরাও তার এ প্রস্থানে শোক প্রকাশ করছি। সংস্কৃতি চর্চার সঙ্গে রাজনৈতিক সচেতনতা ও সক্রিয়তার মেলবন্ধনের খুব বেশি আদর্শ উদাহরণ আমাদের সামনে নেই। আজম খান এক্ষেত্রে উজ্জ্বল ব্যতিক্রম। জনপ্রিয় ছিলেন, কিন্তু জনপ্রিয়তাকে অবলম্বন করে আত্মপ্রতিষ্ঠার কোনো প্রবণতা তাকে আচ্ছন্ন করতে পারেনি। বরং সারল্য ও নির্লোভ জীবনযাপনের মধ্য দিয়ে তিনি নিজেকে আত্মপ্রতিষ্ঠার ফাঁদ থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। সত্যিকার অর্থেই, তার মতো উচ্চতার মানুষ আমাদের দেশে কম। আজম খানের মৃত্যুর মধ্য দিয়ে তার আদর্শের প্রস্থান ঘটলে সেটি হবে দুঃখজনক ঘটনা। আমরা আশা করব, তরুণ থেকে তরুণতর প্রজন্মের কাছে তিনি আদৃত হবেন। বাংলা রকসঙ্গীতের ইতিবাচক চর্চার পাশাপাশি দেশপ্রেমিক, নির্লোভ ও কল্যাণকামী মানুষ তৈরিতে তরুণ সমাজের অনুসরণীয় ব্যক্তি হিসেবে তিনি টিকে থাকবেন।
 

No comments

Powered by Blogger.