একনজরে-টেলিভিশন

এখনকার মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম টেলিভিশন কে আবিষ্কার করেছেন, তা নির্দিষ্ট করে বলা যাবে না। বহু বছর ধরে অনেকেই একটু একটু করে টেলিভিশনের কারিগরি উৎকর্ষ সাধন করেছেন। টেলিভিশনের উন্নতিতে মূলত কাজ করেছেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পশ্চিম ইউরোপ ও রাশিয়ার বিজ্ঞানীরা।


তবে ১৯২৬ সালে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো এই যন্ত্রের ধারণা দেন একজন স্কটিশ বিজ্ঞানী। জন লগি বাইয়ার্ড নামের সেই বিজ্ঞানী তাঁর দল নিয়ে লন্ডনে টেলিভিশনের পরীক্ষামূলক প্রদর্শন করেন। একই বছর সেই লগি বাইয়ার্ডের দলই রঙিন টেলিভিশন উদ্ভাবন করে। ১৯২৮ সালের আগস্ট মাসে টেলিভিশন সম্প্রচার কার্যক্রম শুরু হয়। দুটি মার্কিন বেতার সংস্থার ওপর দায়িত্ব ছিল এই সম্প্রচার কার্যক্রমের। তারা এই সম্প্রচার কার্যক্রমে ব্যবহার করেছিল বাইয়ার্ডের উদ্ভাবিত প্রযুক্তি। সম্প্রচার কার্যক্রম শুরু হওয়ার ঠিক আগের মাস থেকে যুক্তরাষ্ট্রে টেলিভিশন সেটের বিক্রি শুরু হয়। নিউইয়র্কের একটু বাইরে ‘নিওয়ার্ক’ নামের একটি জায়গায় প্রথম টেলিভিশন সেট বিক্রি হয়েছিল।

No comments

Powered by Blogger.